আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস ও তাৎপর্য, ভিডিও
শ্রমিক শ্রেণি একটি আন্তর্জাতিক শ্রেণি। তারাই চালায় এই পৃথিবীটা। তৈরি করে যাবতীয় সম্পদ। কিন্তু উৎপাদনের উপকরণের ওপর তাদের মালিকানা নেই। তাই তারা শোষিত, নিপীড়িত। তাদের যারা শোষণ করে, সেই পুঁজিবাদী-সাম্রাজ্যবাদীরাও আন্তর্জাতিক শ্রেণি। তাই প্রতিটি দেশের শ্রমিক শ্রেণির লড়াই বিশ্বের অন্য প্রান্তের শ্রমিকদের উদ্বুদ্ধ করে। প্রতিটি দেশের লড়াই, সাম্রাজ্যবাদের আন্তর্জাতিক শৃঙ্খলকে দুর্বল করে। শ্রমিক শ্রেণির আন্তর্জাতিকতাবাদ তাই দুনিয়ার সকল শোষিত মানুষের মুক্তির অন্যতম শর্ত। সেজন্যই উচ্চারিত হয় শ্লোগান- দুনিয়ার শ্রমিক ও শ্রমজীবী মানুষ এক হও। আসুন দেখে নেওয়া আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস ও তাৎপর্য।
Post Views:
522