পিপলস ম্যাগাজিন ডেস্ক: লকডাউনের মধ্যে বিরোধীদের উপর পুলিশি সন্ত্রাস অব্যাহত। গত ১৬ এপ্রিল অপরাধীদের কায়দায় যোগেশ স্বামীকে অপহরণ করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। কেন্দ্র এবং রাজ্য সরকার যখন পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছে তখন যে রাজনৈতিক কর্মীরা অভুক্ত শ্রমিকদের পাশে দাড়িয়েছে যোগেশ তাদের মধ্যে একজন। এর আগে তিনি এনআরসি বিরোধী আন্দোলনের সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেছিলেন এবং দিল্লিতে সম্প্রতিকালে হিন্দুত্ব ফ্যাসিস্টদের দ্বারা আক্রান্ত মানুষের পাশে দাড়িয়েছিলেন। তিনি নওজোয়ান ভারত সভার জাতীয় সহ সভাপতি এবং মজদুর বিউগল দস্তা নামে একটি সংগঠনের সদস্য বলে জানা গেছে। ১৬ তারিখ যখন তিনি নওজোয়ান ভারত সভার কারাওয়াল নগর আফিসে সংগঠনের কর্মীদের সাথে ফেব্রুয়ারিতে দিল্লির হিংসায় আক্রান্ত মানুষ ও পরিযায়ী শ্রমিকদের জন্য খাবার প্রস্তত করছিলেন তখন হঠাৎ ৮/৯ জন স্পেশাল সেলের পুলিশ হাজির হয়ে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ কোনো গ্রেফতারি পরোয়ানা দেখায়নি। এমন কি যোগেশকে কেন গ্রেফতার করা হয়েছে বা কোন থানায় রাখা হয়েছে সেই বিষয়ে কোনো কিছু জানাতে অস্বীকার করেছে।
সি আর পি পি, ভিম আর্মি সহ বহু ছাত্র যুব এবং শ্রমিক সংগঠন এই ঘটনার প্রতিবাদ করেছে। বস্তুত লকডাউন চলাকালীন দিল্লি পুলিশের ভূমিকা ন্যক্কারজনক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিকল্পনা অনুযায়ী তারা বিভিন্ন জায়াগায় জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে। এনআরসি-সিএএ বিরোধী বিভিন্ন মুসলিম ও প্রগতিশীল সংগঠনের নেতৃত্ব ও ছাত্র রাজনৈতিক কর্মীদের গ্রেফতার করে চলেছে।