Home খবর করোনা-অতিমারি: গরিবদের জন্য ৫ লক্ষ কোটি টাকার প্যাকেজ দাবি করল মাওবাদীরা

করোনা-অতিমারি: গরিবদের জন্য ৫ লক্ষ কোটি টাকার প্যাকেজ দাবি করল মাওবাদীরা

করোনা-অতিমারি: গরিবদের জন্য ৫ লক্ষ কোটি টাকার প্যাকেজ দাবি করল মাওবাদীরা
1

পিপলস ম্যাগাজিন ডেস্ক: করোনাভাইরাস অতিমারি সাম্রাজ্যবাদী শক্তিগুলির সৃষ্টি। দাবি করল মাওবাদীরা। মঙ্গলবার সিপিআই(মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির মুখপাত্র অভয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, “করোনাভাইরাসের মতো জীবানু-অস্ত্রের উদয় হওয়ার শিকড লুকিয়ে রয়েছে সাম্রাজ্যবাদীদের নীতি ও কর্মসূচির মধ্যেই”।

আরও পড়ুন: আম্বেদকর থেকে ভীমা কোরেগাঁও, ভারতের দলিত রাজনীতি নিয়ে দু’কথা

মাওবাদীদের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন ঘোষণা করার আগে গরিবদের জন্য যথাযথ পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছেন। সে জন্যই গাড়িঘোড়া না থাকায় পরিযায়ী শ্রমিকরা নিজেদের গ্রামে ফেরার জন্য শহরের পথ ধরে হাঁটতে বাধ্য হয়েছেন।

মাওবাদীদের দাবি, গরিবদের খাদ্য ও স্বাস্থ্যের জন্য কেন্দ্রীয় সরকারের উচিত জিডিপি-র ১০ শতাংশ বরাদ্দ করা। তারা বলছেন, অসংগঠিত ক্ষেত্রকে সাহায্য করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে ৫ লক্ষ কোটি টাকার প্যাকেড ঘোষণা করতে হবে।

লকডাউনের সঙ্গে নোটবন্দিকে তুলনা করে অভয় বিজ্ঞপ্তিতে বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকারগুলি জনগণকে রক্ষা করার দায়িত্ব জনগণের ওপরই চাপিয়ে দিয়েছে, নিজেকে বিচ্ছিন্ন রাখাই করোনার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার একমাত্র পদ্ধতি বলে দাবি করা হচ্ছে।

মাওবাদীদের বিভিন্ন অভিযোগগুলির মধ্যে রয়েছে- বহু রাজ্যেই পিপিই কিট এবং মুখোশের অভাব রয়েছে। মোদি সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতিস্বীকার করে সে দেশে হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি করেছে। তবলিগি জামাতের জমায়েতের মধ্যে দিয়ে করোনাভাইরাস ছড়ানোর ঘটনাকে কাজে লাগিয়ে আরএসএস-বিজেপি নেতৃত্ব একটি সম্প্রদায়ের বিরুদ্ধে কুৎসা করছে। জনগণকে শিক্ষিত করার বদলে সরকারগুলো পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে লকডাউন কার্যকর করার চেষ্টা করছে।

চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী, শ্রমজীবীদের নিরাপত্তা দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। বর্তমান পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা যাতে খর্ব না হয়, সে কথাও বলা হয়েছে। পাশাপাশি মাওবাদীদের দাবি, রেড জোন ও হটস্পটের বাইরে যেন অন্য কোথাও লকডাউন না চালানো হয়।

বর্তমান পরিস্থিতিতে ভারভারা রাও, প্রফেসর সাইবাবা ও বিভিন্ন জেলে বন্দি রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করেছে মাওবাদীরা।      

Share Now:

Comment(1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *