পিপলস ম্যাগাজিন ডেস্ক: ৪ এপ্রিল, শনিবার বেলা ১২টা নাগাদ নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ধাপারিয়া গ্রামে হানা দেয় পুলিশের ৮টি গাড়ি। গ্রাম ঘেরাও করে বেশ কিছু বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ। মহিলা পুলিশ ছাড়াই গ্রামের মেয়েদের গায়ে হাত দেয়। ভাঙচুর করা হয় ‘সংগ্রামী কৃষক মঞ্চ’ নামে স্থানীয় একটি কৃষক সংগঠনের কার্যালয়। মহিলা, শিশু, বৃদ্ধসহ চার জনকে তুলেও নিয়ে যায় পুলিশ। রাতে আবার এসে কৃষক মঞ্চের সদস্যদের বাড়িতে হানা দেয়। রবিবার দুপুরে ফের পুলিশের ৫টি গাড়ি গ্রামে গিয়ে তল্লাশি চালায়। গ্রামবাসীদের অভিযোগ, নাকাশিপাড়া থানার ওসি রাজা সরকার হুমকি দিয়েছেন, এলাকা থেকে কৃষক মঞ্চের কার্যালয় না তুললে রোজ গ্রামে হানা দেওয়া হবে, গ্রামবাসীদের মিথ্যা কেসে ফাঁসানো হবে।
ঘটনার উৎস অনেক গভীরে। এলাকায় বহুদিন ধরে একটি খাস জমি দখল করে রেখেছিল সদ্য জেলফেরত স্থানীয় দুষ্কৃতী হায়দার ও তার সঙ্গী আসেন। গ্রামবাসীদের অভিযোগ, তারা শাসক দলের ঘনিষ্ঠ।সংগ্রামী কৃষক মঞ্চের লাগাতার আন্দোলনের ফলে সেই জমি কয়েক মাস আগে এলাকার ভূমিহীনদের মধ্যে বণ্টন করা হয়। পাশাপাশি পুলিশের ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও, গ্রামবাসীরা জানিয়েছেন সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য কৃষকদের থেকে কাটমানি নিত, ১০ নম্বর নাকাশিপাড়ার ধনঞ্জয় পুর অঞ্চলের পঞ্চায়েত প্রধানের স্বামী হুমায়ুন ওরফে সমসের। কৃষক মঞ্চের আন্দোলনের ফলে কাটমানি ছাড়াই ঘর পেয়েছেন কৃষকরা। সেই ক্ষোভ থেকেই পুলিশকে প্রভাবিত করে লকডাউনের সুযোগ নিয়ে শনিবার হামলা চালানোর ব্যবস্থা করেছে সমসের। দেখুন আমাদের রিপোর্ট।