Home ভিডিও লকডাউনে লংমার্চ: ভারতের পরিযায়ী শ্রমিক, ভিডিও

লকডাউনে লংমার্চ: ভারতের পরিযায়ী শ্রমিক, ভিডিও

লকডাউনে লংমার্চ: ভারতের পরিযায়ী শ্রমিক, ভিডিও
0

আমাদের চোখের সামনেই অদৃশ্য হয়ে থাকেন ওরা। সারাক্ষণ নিজেদের কাছে দেখতে দেখতে, ওরা যে অন্য জেলা কিংবা ভিনরাজ্যের মানুষ, সেটা যেন খেয়ালই থআকে না। ওদের জীবন, সামাজিক সুরক্ষা, সরকারি সুযোগসুবিধা নিয়ে ভাবনা তো অনেক পরের ব্যাপার। ওরা পরিযায়ী শ্রমিক। ভারতের ৪২ কোটি অসংগঠিত শ্রমিকের মধ্যে ওরাই ১২ কোটি। দেশের কোনো রাজ্যে এতজন অসংগঠিত শ্রমিক নেই। ওরা আসলে একরকম ‘নেই রাজ্যের বাসিন্দা’। কারণ ওরা শ্রমিক হয়েও শ্রমিকের ন্যূনতম সুবিধাগুলো পান না। যেহেতু নিজের বাড়িতে থাকেন না, তাই ভোটার লিস্টে নাম থাকলেও ওদের ভোট দেওয়া হয় না। ওদের দাবি-চাহিদা নিয়ে কোনো ভাবনা নেই নেতামন্ত্রীদের। সেই ওরাই হঠাৎ চলে এসেছেন খবরের শিরোনামে। করোনা, লকডাউন ও নরেন্দ্র মোদির কল্যাণে। আমাদের বিশেষ রিপোর্ট।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *