কেরল, পঞ্জাবের পর সিএএ-বিরোধী প্রস্তাব পাস করতে পারে আরও একটি রাজ্য
পিপলস ম্যাগাজিন ডেস্ক: কেরল দিয়ে শুরু, তারপর পঞ্জাব বিধানসভাতেও পাস হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব। এবার আরও একটি রাজ্য এই ধরনের প্রস্তাব পাস করার পথে। তবে এটি কিন্তু কোনো একদলীয় সরকার শাসিত রাজ্য নয়। এখানে রয়েছে জোট সরকার। মহারাষ্ট্র।
মহারাষ্ট্রের জোট সরকারের প্রধান শরিক শিবসেনা সংসদে সিএএ সমর্থন করেছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানিয়েছেন তিনি সিএএ-র বিরুদ্ধে। অন্যদিকে কংগ্রেস তো দলগত ভাবে সিএএ-র বিরোধী অবস্থান নিয়েছে আগেই।
এই পরিস্থিতিতে মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র রাজু ওয়াঘমারে জানিয়েছেন, বিধানসভায় সিএএ-বিরোধী প্রস্তাব পাস করার ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন শাসক জোটের নেতারা। সে রাজ্যের শাসক জোটে শিবসেনা,, কংগ্রেস ছাড়াও রয়েছে শরদ পাওয়ারের এনসিপি।
Post Views:
456