Home খবর কেরলের পর সিএএ-বিরোধী প্রস্তাব পাস করল আরও একটি রাজ্য

কেরলের পর সিএএ-বিরোধী প্রস্তাব পাস করল আরও একটি রাজ্য

কেরলের পর সিএএ-বিরোধী প্রস্তাব পাস করল আরও একটি রাজ্য
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন ‘গোটা দেশে ক্ষোভ ও সামাজিক অস্থিরতা তৈরি করেছে’। এই আইন ‘বৈষম্যমূলক ও অমানবিক’। এই আইন ‘ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ কাঠামোকে লঙ্ঘন করেছে’। এগুলোই ছিল প্রস্তাবের সারমর্ম।

আরও পড়ুন: কেন্দ্রের এনপিআর বৈঠকে উপস্থিত থাকল পশ্চিমবঙ্গ ছাড়া সব রাজ্য

সিএএ বিরোধী সেই প্রস্তাব পাস হয়ে গেল পঞ্জাব বিধানসভায়। কেরলের পর আরও একটি রাজ্য সিএএ বিরোধী প্রস্তাব বিধানসভায় পাস করল। গত ১২ জানুয়ারি সিএএ ও এনআরসি বিরোধী প্রস্তাব পাস হয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে। তারপরই এই পদক্ষেপ করল কংগ্রেস শাসিত রাজ্যটি।

এদিন প্রস্তাব পাসের পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেন, তারা একটি বিকল্প সংশোধিত নাগরিকত্ব আইনের খসড়া কেন্দ্রের কাছে পাঠিয়েছেন। এছাড়া জনগণনার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে সব ধর্মের মানুষেরই গণনা হবে। কাউকে বাদ দেওয়া হবে না।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *