সিএএ নিয়ে প্রচার করতে গিয়ে বিক্ষোভের মুখে পালালেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী
পিপলস ম্যাগাজিন ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বাড়ি বাড়ি প্রচারের কর্মসূচি নিয়েছে বিজেপি। সেই প্রচারের অঙ্গ হিসেবে নিজের কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন রায়গঞ্জের সাংসদ ও কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। আর তাতেই বাঁধল বিপত্তি।
এদিন সিএএ নিয়ে মানুষকে বোঝাতে রায়গঞ্জ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ইন্দিরা কলোনিতে গিয়েছিলেন দেবশ্রী চৌধুরী। সেখানেই সাংসদকে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়। অবস্থা এমন দাঁড়ায় যে কার্যত এলাকা ছেড়ে চলে আসেন দেবশ্রীদেবী। বিজেপির নেতাকর্মীরা স্থানীয় মানুষের সঙ্গে বিক্ষোভে জড়িয়ে পড়েন।
স্থানীয় মানুষের দাবি লোকসবা ভোটের পর সাংসদ একবারও এলাকায় আসেননি। তিনি বলেছিলেন কলকাতা যাওয়ার সকালের ট্রেন চালু করবেন, তা হয়নি। বিপরীতে এনআরসি-আতঙ্কে স্থানীয় মানুষকে রাত তিনটে থেকে লাইন দিতে হচ্ছে।
দেবশ্রী চৌধুরীর দাবি, সিএএ নিয়ে বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে। এদিনের ঘটনা বিরোধীদের চক্রান্ত।