আচার্যকে বয়কট করার সুযোগ মিলল না, বিক্ষোভের জেরে যাদবপুরের সমাবর্তনে ঢুকতে পারলেন না ধনখড়
পিপলস ম্যাগাজিন ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জগদীশ ধনখড় কেন্দ্রের বিজেপি সরকারের পরিকল্পিত এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থক। তাই তাঁর কাছ থেকে ডিগ্রি নেবেন না বলে সংগঠিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একটা বড়ো অংশ। কিন্তু সেই বয়কটের সুযোগ মিলল না।
আরও পড়ুন: ছাত্রছাত্রী-সাধারণ মানুষের মিছিলের আগুনে উজ্জ্বল বিশ্বভারতী
এদিন সকাল সাড়ে দশটায় সমাবর্তনে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ে আসেন ধনখড়। কিন্তু ৫ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলপন্থী শিক্ষক ও শিক্ষাকর্মীরা। দেখানো হয় কালো পতাকা। সঙ্গে চলতে থাকে এনআরসি বিরোধী ও গো ব্যাক শ্লোগান। ক্ষুব্ধ রাজ্যপাল গাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। ফোনে কথা বলেন উপাচার্য সুরঞ্জন দাসের সঙ্গে। কিন্তু উপাচার্য জানিয়ে দেন, তিনি নিরুপায়। ক্ষুব্ধ ধনখড় তখন তাঁকে পদ ছাড়াতেও বলেন।
এভাবে প্রায় দেড় ঘণ্টা চলার পর বাধ্য হয়ে গাড়ি ঘুরিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়েন। বলে যান, এই সমাবর্তন তিনি মানবেন না। কিন্তু আচার্যকে ছাড়াই শুরু হয়ে যায় সমাবর্তন। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিধিতে আচার্যকে ছাড়াই সমাবর্তনের সুযোগ রয়েছে। এর আগেও যাদবপুরে আচার্যকে ছাড়া সমাবর্তন হয়েছে।