Home খবর নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় দেশে ফেরত পাঠানো হল জার্মান ছাত্রকে
0

নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় দেশে ফেরত পাঠানো হল জার্মান ছাত্রকে

নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় দেশে ফেরত পাঠানো হল জার্মান ছাত্রকে
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ায় সোমবার দেশে ফেরত পাঠানো হল জার্মান ছাত্র জ্যাকব লিনডেনথালকে। তিনি মাদ্রাজ আইআইটির পড়ুয়া ছিলেন।

ছাত্র বিনিময় কর্মসূচির অধীনে দুটি সেমেস্টার পড়ার জন্য মাদ্রাজে ছিলেন জার্মানির ড্রেসডেনের বাসিন্দা জ্যাকব। তিনি পদার্থবিদ্যায় স্নাতকোত্তরের ছাত্র। দুটি সেমেস্টারের মধ্যে একটি শেষ হয়েছে তাঁর। অন্যটি শেষ হত আগামী বছরের মে মাসে।

আইআইটির ক্যাম্পাসে এর গত পাঁচ মাসে বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছেন তিনি। নাগরিকত্ব ইস্যুতে ক্যাম্পাসের বাইরের একটি কর্মসূচিতে আসতেই পুলিশ তাঁর সম্পর্কে তথ্য সংগ্রহ করে। তারপরই অভিবাসন দফতর থেকে চিঠি দিয়ে তাঁকে সোমবারের রাত আটটা পঁয়তাল্লিশ মিলিটের বিমানে চড়ে দেশ ছাড়তে বলা হয়। চিঠিতে কোনো কারণ উল্লেখ করা ছিল না।

এ বিষয়ে সরকার বা জ্যাকতবের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *