ভারতে ১৪ লক্ষেরও বেশি শিশু ‘গুরুতর অপুষ্টি’র শিকার: কেন্দ্র
পিপলস ম্যাগাজিন ডেস্ক: কেন্দ্রীয় সরকারের পোষণ সূচক অনুযায়ী দেশে ১৪ লক্ষেরও বেশি শিশু গুরুতর অপুষ্টির শিকার। সম্প্রতি রাজ্যসভায় এ কথা জানিয়েছে কেন্দ্রের নারী ও শিশুবিকাশ মন্ত্রক।
গুরুতর অপুষ্টির শিকার শিশুরা তাদের উচ্চতার তুলনায় অত্যন্ত কম ওজনের অধিকারী হয়ে থাকে। কোনো অসুখে আক্রান্ত হলে অন্যান্য শিশুদের তুলনায় এই ধরনের শিশুদের মৃত্যুর আশঙ্কা অন্তত নয় গুন বেশি। কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল হয়ে থাকে।
রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় নারী ও শিশুবিকাশ মন্ত্রী স্মৃতি ইরানি জানান, কেন্দ্রের মিশন পোষণ ২.০-র অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা পোষণ ট্র্যাকার, গত ফেব্রুয়ারিতে দেশের ৫.৬ কোটি শিশুর পুষ্টির পরিমাপ করছে। তাতে দেখা গেছে, গুরুতর অপুষ্টির শিকার ২.৬ শতাংশ অর্থাৎ ১৪,৫৬,০০০।
অপুষ্টির শিকার শিশুর সংখ্যা ৭.৭ শতাংশ(প্রায় ৪৩ লক্ষ।