Home খবর বেতন বাড়ানোর দাবিতে জার্মানিতে পরিবহন কর্মীদের ঐতিহাসিক ধর্মঘট, বাতিল ২৩০০ উড়ান

বেতন বাড়ানোর দাবিতে জার্মানিতে পরিবহন কর্মীদের ঐতিহাসিক ধর্মঘট, বাতিল ২৩০০ উড়ান

বেতন বাড়ানোর দাবিতে জার্মানিতে পরিবহন কর্মীদের ঐতিহাসিক ধর্মঘট, বাতিল ২৩০০ উড়ান
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: সোমবার বেতন বাড়ানোর দাবিতে গণপরিবহন দফতরের কর্মীদের এক বিশাল ধর্মঘটের সাক্ষী থাকল জার্মানি। বেতনবৃদ্ধি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দরাদরি ব্যর্থ হওয়ায় দুটি শ্রমিক সংগঠন যৌথ ভাবে এই ধর্মঘটের ডাক দিয়েছিল। এর ফলে বিভিন্ন বিমানবন্দর মিলিয়ে জার্মানিতে ২৩০০ উড়ান বাতিল হয়। আটকে যান ৩ লক্ষ যাত্রী। স্তব্ধ হয়ে যায় জার্মানি।

রেল দফতরও জানিয়ে দিয়েছিল, ধর্মঘটের জেরে এদিন দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ থাকবে।

ব্যাপক মূল্যবৃদ্ধি সামলাতে ইভিজি এবং ভার্দি, দুই ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য ১২% ও ১০.০৫% বা অন্তত ৫০০ ইউরো বেতন বাড়ানোর দাবি করেছিল। কিন্তু কর্তৃপক্ষ তা মানেনি।

ইউনিয়ন কী বলছে?

ট্রেন, উড়ান, জলপথে পণ্য পরিবহন, স্থানীয় পরিবহন-সর্বত্রই ধর্মঘটের প্রভাব পড়েছে। ইউক্রেন যুদ্ধ, করোনা অতিমারির জেরে জার্মানিতে খাদ্য ও জ্বালানির দাম ব্যাপক হারে বেড়েছে। মুদ্রাস্ফীতির হার ৮ শতাংশ। এ জন্যই বেতন বাড়ানোর দাবিতে সরব হয় ইউনিয়নগুলি।

সোমবারের ধর্মঘটে জাতীয় সড়ক এবং বন্দরের কর্মীরাও সামিল হয়েছিলেন।

এদিনের ধর্মঘট সফল করতে সমস্ত বিভাগ মিলিয়ে প্রায় ৩ লক্ষ পরিবহন-কর্মী পথে নামেন।

৩১ বছর পর এত বড়ো আকারের ধর্মঘট হল জার্মানিতে।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *