শ্রমিক ছাঁটাইয়ের যজ্ঞ চলছে ভারত ও গোটা দুনিয়ায়
পিপলস ম্যাগাজিন ডেস্ক: সংকোটন। সংকোচন। সংকোচন। গুগল, ফেসবুক, টুইটার, আমাজন, ডেল, জুম সহ সমস্ত বড়ো বড়ো সংস্থায় শ্রমিক-কর্মী ছাঁটাইয়ের মোচ্ছব চলছে দুনিয়া জুড়ে। এই তালিকায় যুক্ত হওয়ে গুগল জানিয়েছিল তারা গোটা দুনিয়ায় ১২০০০ কর্মীকে ছাঁটাই করবে। তার অঙ্গ হিসেবে সম্প্রতি তারা ভারতে ৪৫৩ জনকে বরখাস্ত করেছে।
কিছুদিন আগেই এডটেক সংস্থা বাইজু, আনএকাডেমি এবং বেদান্তু সহ ৪৪টি স্টার্টআপ ভারতে ১৬০০০ কর্মীকে ছাঁটাই করেছিল।
গত বৃহস্পতিবার রাতে গুগলের ভারত শাখার প্রধান সঞ্জয় গুপ্তার মেলে চাকরি যায় ৪৫৩ জনের। এই সিদ্ধান্তে গুগলের প্রধান সুন্দর পিচাইয়ের অনুমোদন রয়েছে বলে জানানো হয়েছে। মেলে ছাঁটাইয়ের একগাদা কারণ দেখানো হয়েছে এবং পিচাই এই সিদ্ধান্তের দায়িত্ব নিয়েছেন। বছরের শুরুতে পিচাই একটি নোটে জানিয়েছিলেন, আমেরিকার বাইরে গুগলের যে সব কর্মী ছাঁটাই হচ্ছেন, তাদের স্থানীয় আইন অনুযায়ী সহায়তা দেওয়া হবে।
গত মাসেই গুগলের মালিক সংস্থা আলফাবেট জানিয়েছিল, তারা দুনিয়া জুড়ে ১২ হাজার কর্মী ছাঁটাই করবে। যা তাদের মোট কর্মীর ৬ শতাংশ। কিন্তু এই ৪৫৩ জনের ছাঁটাই সেই ১২ হাজারের মধ্যে পড়ছে কিনা, তা স্পষ্ট নয়। তাই বোঝা যাচ্ছে না, মোট কত কর্মী এ পর্যন্ত কাজ হারিয়েছেন বা আরও কতজন হারাবেন।
ছাঁটাইয়ের মোচ্ছব
মন্দার অশনি সংকেতকে কারণ হিসেবে দেখিয়ে খরচ কমানোর জন্য দুনিয়ার বড়ো বড়ো সংস্থাগুলি ছাঁটাই করে চলেছে, তাদের মধ্যে সামনের সারিতে রয়েছে তথ্য-প্রযুক্তি সংস্থাগুলি। গত বছর দুনিয়ার ৮৫৩টি তথ্য-প্রযুক্তি সংস্থা মোট ১ লক্ষ ৩৭ হাজার ৪৯২ জনকে ছাঁটাই করে।
গুগল, টুইটার, ফেসবুক, পেপসিকো, এইচপি, মাইক্রোসফট ছাড়াও ই-কমার্স সংস্থা আমাজন, আলিবাবা, ওয়ালমার্ট এবং আরও অনেকেই এই ছাঁটাইয়ের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানিয়েছে। ১০০-রও বেশি ছাঁটাই ইতিমধ্যে করেছে। টুইটার তাদের কর্মীদের অর্ধেককেই ছাঁটাই করেছে। সংখ্যাটা ৩৫০০। মেটা প্ল্যাটফর্মের ফৰেসবুক, ইন্সটাগ্রাম, ওয়াটসঅ্যাপ-প্রতিটিই ছাঁটাই করছে। ১১ হাজার কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুক। আরও হাজার হাজার কর্মীর মাথায় ছাঁটাইয়ের খাঁড়া ঝুলছে।
২০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে আমাজনের। এইচপি ৬ হাজার জনকে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছে। ১৩০০ জনকে ছাঁটাই করেছে জুম। মার্কিন তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে মোট ৭৩হাজার কর্মী কাজ হারিয়েছেন।
ভারতে ছাঁটাই
শুধু গুগল নয়, উপরে যে সংস্থাগুলির কথা বলা হল, তাদের সকলের ছাঁটাই পরিকল্পনা ও সিদ্ধান্তের প্রভাব পড়ছে ভারতেও।
কোভিডের সময় থেকে গাড়ি শিল্প, ওলা, উবের, জোমাটো এবং আরও নানা ক্ষেত্রে ছাঁটাই স্থায়ী চেহারা নিয়েছে।বহু জায়গায় নিয়োগ বন্ধ হয়ে গেছে।
৪৪টি সংস্থার ১৬ হাজার ছাঁটাই ছাড়াও কারস২৪, মিশো, লিড, এমপিএল, ইনোভাকার, উড়ানও ছাঁটাই করছে। এ সবের মধ্যে হাজার হাজার চুক্তবদ্ধ শ্রমিকেরও নিয়মিত কাজ চলে যাচ্ছে।
এটা অন্ধ মুনাফা আর কর্মহীন বৃদ্ধির সময়। মন্দার ভয় দেখিয়ে দুনিয়া জুড়ে ছাঁটাই চললেও তাতে পুঁজিপতিদের মুনাফা কমছে না, বরং বাড়ছে।