আন্তর্জাতিকতাবাদী বন্দিমুক্তি-আন্দোলনকারীদের প্রতি প্যালেস্তাইনের রাজনৈতিক বন্দিদের বার্তা
২৪ জানুয়ারি, ২০২৩
প্যালেস্তাইনের মুক্তি আন্দোলনের বন্দি নেতা আহমেদ সাদাত ও দখলদার ইজরায়েলের কারাগারে থাকা সকল প্যালেস্তানিয় বন্দিদের মুক্তির দাবিতে আন্তর্জাতিকতাবাদী সংগঠন সামিদৌন প্যালেস্তিনিয়ান প্রিজনার্স নেটওয়ার্ক, চলতি বছরের ১৪ থেকে ২৪ জানুয়ারি প্রচারমূলক কর্মসূচি ‘অ্যাকশন উইক’ পালন করে। ওই কর্মসূচিতে যারা উপস্থিত ছিলেন তাদের উদ্দেশে প্যালেস্তিনিয় বন্দিরা এই বার্তাটি পাঠান। কর্মসূচির শেষ দিন গাজায় এক জমায়েতে বন্দি ও প্রাক্তন বন্দিদের হান্ডালা সেন্টারের পক্ষ থেকে এই বার্তাটি পাঠ করা হয়। এই বার্তার মধ্য দিয়ে এবারের কর্মসূচি শেষ হয়।
সাম্প্রতিক বছরগুলিতে বহু মানুষ মনে করেছিলেন, আমরা বিপ্লবী যুগের শেষ পর্যায় পৌঁছে গেছি, বিপ্লবীদের দিন শেষ হয়ে গেছে, কেবল উদারনৈতিকতাবাদ, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ এবং স্বার্থপরতাই দুনিয়াকে শাসন করবে। কিন্তু, আমাদের বন্দি নেতা আহমেদ সাদার, আবু ঘাসানের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক প্রচার প্রমাণ করল, দুনিয়া এখনও বিপ্লবী উদ্দীপনা নিয়ে জেগে আছে। এটা একটা বিপ্লবী আহ্বান, যা আমাদের আরও একবার মনে করিয়ে দেয়, বিপ্লব কেবল একটি ধারণা বা পছন্দ নয়, একটি মানবিক কর্তব্য।
শত্রুর অন্ধকূপের গভীর থেকে উঠে আসা বন্দি নেতা আবু ঘাসানের কণ্ঠস্বর হল এক বিপ্লবী আহ্বান, দুনিয়াকে স্মরণ করিয়ে দেয়, বিপ্লব শুধুমাত্র এক ভাবনা বা বাছাই নয়, তা এক মানবতাবাদী দায়িত্ব এবং অন্যায়, অত্যাচার, নিপীড়ন, দখলদারি ও ঔপনিবেশিকতার শক্তিগুলির বিরুদ্ধে তা মানবতা ও মানুষের মর্যাদা রক্ষার পক্ষে অগ্রণী লড়াই।
আন্তর্জাতিক প্রচার অভিযানে যোগ দেওয়া দুনিয়ার প্রতিটি এবং সকল মানুষকে আমরা বলতে চাই….দুনিয়ার সকল মুক্ত মানুষকে আমরা বলতে চাই….নেতা আহমেদ সাদাতের প্রতি আপনারা যে সমর্থন জানাচ্ছেন, তা দখলদার ও অন্যায়ের শক্তির বিরুদ্ধে সংগ্রামের জন্য বৈপ্লবিক বিস্ফোরণের যত আহ্বান ও প্রতিশ্রুতির প্রয়াস জারি রয়েছে, সেগুলির অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনারা লড়াই চালিয়ে যান, প্যালেস্তনিনিয় বন্দি আন্দোলন ও দুনিয়ার সকল স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আপনাদের সমর্থন ও সংহতি জারি রাখুন। এই প্রয়াস আমাদের সকলের কাছে গর্বের বিষয় হয়েই থাকবে।
সবশেষে বলতে চাই, আমাদের এই সংক্ষিপ্ত বার্তা শুধু আবু ঘাসানকে সমর্থন জানানোর জন্য নয়, বরং অন্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে তিনি যে দৃঢ়তা, মর্যাদা এবং মানবতার প্রতিনিধিত্ব করছেন, তাকে সমর্থন জানানোর জন্য। বন্দিদের লক্ষ্য-উদ্দেশ্য কোনো সীমানা, ভূগোল, প্রাচীর ও সময়ে সীমায়িত থাকে না। এ এক বিপ্লব যা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে এবং এর মধ্য দিয়ে আমাদের বন্দিরা কমরেড জর্জ আবদাল্লা সহ দুনিয়া জুড়ে অত্যাচার ও নিপীড়নের অন্ধকূপে থাকা সকল বিপ্লবী বন্দিদের লড়াইয়ের সঙ্গে আমরা যুক্ত হয়ে পড়ছে।
দেখা হবে, মুক্ত প্যালেস্তাইনের ভূমিতে!
(দখলদার ইজরায়েলের কারাগারে থাকা তাঁর পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্তাইনের কমরেডদের পক্ষ থেকে)