Home খবর ৩ বছরে দেশে আত্মহত্যা করেছেন ১ লক্ষ ১২ হাজার দিনমজুর, জানাল কেন্দ্র
0

৩ বছরে দেশে আত্মহত্যা করেছেন ১ লক্ষ ১২ হাজার দিনমজুর, জানাল কেন্দ্র

৩ বছরে দেশে আত্মহত্যা করেছেন ১ লক্ষ ১২ হাজার দিনমজুর, জানাল কেন্দ্র
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে দেশে ১ লক্ষ ১২ হাজার দিনমজুর আত্মহত্যা করেছেন। সোমবার সংসদে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দর যাদব জানান, ২০১৯ সালে ৩২,৫৬৩ জন, ২০২০ সালে ৩৭,৬৬৬ জন এবং ২০২১ সালে ৪২,০০৪ জন দিনমজুর আত্মহত্যা করেছেন। কংগ্রেস সাংসদ সু থিরুনাভুক্কারাসরের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান তিনি। ২০২০ ও ২০২১-এর সময়ে ভারত কোভিডের দুটি ঢেউয়ে ব্যাপক ভাবে আক্রান্ত ছিল।

২০২০ সালের মার্চের লকডাউনের সময় দেশের বড়ো বড়ে শহর থেকে পরিযায়ী শ্রমিকদের দলবদ্ধ ভাবে স্থানান্তরের ঘটনা ব্যাপক সাড়া ফেলেছিল। বেশির ভাগ গণ পরিবহন বন্ধ থাকায়, হাজার হাজার পরিযায়ী শ্রমিক হয় নৌকা পারাপার করে, নিজেদের ভাড়া করা ছোটো গাড়িতে গাদাগাদি করে বা পায়ে হেঁটে শত শত কিলোমিটার দীর্ঘ এলাকা পেরিয়ে নিজেদের বাড়িতে যেতে বাধ্য হন।

২০২০ সালে ৮৭০০ জন রেললাইনে কাটা পড়ে মারা যান। তাদের মধ্যে বেশির ভাগ পরিযায়ী শ্রমিক। যদিও সে বছরের বেশিরভাগ সময়ই যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল।

সোমবার সংসদে যাদব বলেন, ২০১৯ থেকে ২০২১-এর মধ্যে দেশে দিনমজুর সহ মোট ৪ লক্ষ ৫৬ হাজার মানুষ আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে ৬৬,৯১২ জন গৃহবধূ, ৫৩,৬৬১ জন স্বনিযুক্ত ব্যক্তি, ৪৩,৪২০ জন বেতনভূক কর্মচারী, ৪৩,৩৮৫ জন কর্মহীন, ৩৫,৯৫০ জন পড়ুয়া এবং ৩১, ৮৩৯ জন কৃষিক্ষেত্রে কর্মরত মানুষ ও খেতমজুর।

সংসদে শ্রমমন্ত্রী জানান, সরকার অবশ্যই যথাযথ কল্যাণমূলক প্রকল্প তৈরি করে দিনমজুর সহ সকল অসংগঠিত ক্ষেত্রের সকল শ্রমিককে সামাজিক সুরক্ষা দেবে। তা দেওয়া হবে ২০০৮ সালের অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা আইন অনুসারে।

তিনি জানান, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন এবং অন্যান্য প্রকল্পগুলি এই উদ্দেশ্যেই চালু করা হয়েছে।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *