Home খবর ১৪ ফেব্রুয়ারিকে ‘গরু-আলিঙ্গন দিবস’ হিসেবে পালনের আবেদন তুলে নিল পশুকল্যাণ বোর্ড
0

১৪ ফেব্রুয়ারিকে ‘গরু-আলিঙ্গন দিবস’ হিসেবে পালনের আবেদন তুলে নিল পশুকল্যাণ বোর্ড

১৪ ফেব্রুয়ারিকে ‘গরু-আলিঙ্গন দিবস’ হিসেবে পালনের আবেদন তুলে নিল পশুকল্যাণ বোর্ড
0

পি্পলস ম্যাগাজিন ডেস্ক: ভারতের পশুকল্যাণ বোর্ড জানিয়ে দিল, ১৪ ফেব্রুয়ারি দিকে দিকে গরুদের জড়িয়ে ধরার যে আবেদন তারা দেশবাসীর উদ্দেশে জানিয়েছিল, তা তারা প্রত্যাহার করছে। ওই দিনটি সারা পৃথিবীতে সাধারণ ভাবে ভ্যালেন্টাইনস ডে হিসেবে পালিত হয়ে থাকে। কয়েকদিন আগে বোর্ড একটি বিজ্ঞপ্তিতে জানায়, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে বৈদিক সংস্কৃতি লুপ্ত হয়ে যাচ্ছে। তাই ওই দিনটিকে ‘গরু-আলিঙ্গন দিবস’ পালন করার আবেদন জানাচ্ছে তারা।

তারপরই দেশজুড়ে, বিশেষত সোশাল মিডিয়ায় এই সিদ্ধান্ত নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ ছড়িয়ে পড়ে। সমালোচনা বাড়তে থাকে। এসবের মধ্যেই বৃহস্পতিবার কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ বিষয়ক মন্ত্রী পরোশোত্তম রুপালা বলেন, বোর্ডের আবেদনে মানুষ ইতিবাচক সাড়া দিলে, তা ভাল। ১৪ ফেব্রুয়ারি তারিখটি বাছাই করা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। যেহেতু ওটি ভালরবাসার দিন, তাই ওই দিনে মানুষ গরুকে ভালরবাসার কথা মনে রাখলে, ভাল হবে। দীর্ঘদিন ধরে এ দেশে গরু পুজো করার ঐতিহ্য রয়েছে। এই আবেদন নিয়ে যদি কেউ বিদ্রূপ করে, তাহলে তার ওপর রেগে যাওয়া উচিত নয় বরং তাকে করুণা করা উচিত।

শুক্রবার আবেদন প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে বোর্ড বলেছে, উপযুক্ত কর্তৃপক্ষ এবং মৎস্য, পশুপালন ও দুগ্ধবিষয়ক মন্ত্রকের নির্দেশেই ওই আবেদন ফিরিয়ে নিচ্ছে তারা।

১৯৬২ সালে তৈরি হওয়া এই বোর্ড এই প্রথম এ ধরনের আবেদন জানিয়েছিল। এই বিধিবদ্ধ সংস্থার কাজ হল, পশুকল্যাণ আইন সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়া ও পশুকল্যাণের প্রসার ঘটানো।

 

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *