Home খবর অবসরের বয়স বাড়ানোর প্রতিবাদে ফ্রান্সে তৃতীয় ধর্মঘট, পথে সাড়ে সাত লক্ষ মানুষ
0

অবসরের বয়স বাড়ানোর প্রতিবাদে ফ্রান্সে তৃতীয় ধর্মঘট, পথে সাড়ে সাত লক্ষ মানুষ

অবসরের বয়স বাড়ানোর প্রতিবাদে ফ্রান্সে তৃতীয় ধর্মঘট, পথে সাড়ে সাত লক্ষ মানুষ
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: এই নিয়ে্ তিন দিন ধর্মঘট ও বিক্ষোভের সাক্ষী থাকল ফ্রান্স। মঙ্গলবার ফ্রান্স জুড়ে ২০০-রও বেশি বিক্ষোভে অংশ নিয়েছেন ৭ লক্ষ ৫৭ হাজার মানুষ। প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাকরোঁর সরকার সম্প্রতি অবসরের বয়স বাড়িয়ে ৬৪ করার সিদ্ধান্ত নিয়েছে। তারপর থেকে বিক্ষোভে উত্তাল ফ্রান্স।

মঙ্গলবারের বিক্ষোভের জেরে ট্রেন ও শহরের পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। প্যারিসের ওরলি বিমানবন্দরের ২০ শতাংশ বিমানবাতিল হয়। শিক্ষকরা ধর্মঘটে সামিল হওয়ায় বেশ কিছু স্কুল এদিন বন্ধ ছিল। ছাত্ররা দেশের বিভিন্ন বিশ্বাবিদ্যালয়ে অবরোধ করে।

অবসরের বয়স বাড়ানোর পাশাপাশি সম্প্রতি ফরাসি সরকার, পুরো পেনশন পাওয়ার জন্য বাধ্যতামূলক ভাবে যতদিন চাকরি করতে হবে, তার সময়ও বাড়িয়েছে। যা বেশিরভাগ ফরাসি পছন্দ করছেন না। এর আগে সে দেশে অবসরের বয়স ছিল ৬২। যদিও ইউরোপের উন্নত দেশগুলির সবকটিতেই অবসরের বয়স ৬২-র বেশি।

সোমবার সংসদে অবসরের বয়স বাড়ানোর বিল পেশ হওয়ার পর থেকেই সরকার বিরোধীদের বিক্ষোভের মুখে পড়েছে। বিক্ষোভের জেরে সেদিন সংসদে কোনো কাজ হতে পারেনি। গত জুনের সাধারণ নির্বাচনে সংসদে সংখ্যাগরিষ্ঠতা খুইয়েছে ম্যাকরোর মধ্যপন্থী দল। এই বিল পাশ করাতে তারা এখন দক্ষিণপন্থীদের পাশে পেতে আলোচনা করছে। ভোটাভুটি ছাড়া বিল পাশ করিয়ে নেওয়ার ক্ষমতা সরকারের থাকলেও তা এড়াতে চাইছেন প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন। সেক্ষেত্রে সংসদে কাজ চালানো আরও মুশকিল হয়ে যাবে বলে মনে করছেন তিনি।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *