Home অর্থনীতি ২০২৩-২৪-এ ভারতের আর্থিক বৃদ্ধি কমে হবে ৬.১%: আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার

২০২৩-২৪-এ ভারতের আর্থিক বৃদ্ধি কমে হবে ৬.১%: আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার

২০২৩-২৪-এ ভারতের আর্থিক বৃদ্ধি কমে হবে ৬.১%: আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি ছিল ৬.৮%। আগামী অর্থবর্ষে তা কমে হবে ৬.১%। কেন্দ্রীয় বাজেটের আগে দিন এমনই পূর্বাভাস দিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ। তবে তারা বলেছে, পরের অর্থবর্ষে তা আবার বাড়বে। গত অক্টোবরের পূর্বাভাসেও একই কথা বলেছিল আইএমএফ।

আইএমএফের গবেষণা বিভাগের প্রধান পিয়েরে-অলিভেয়ের গৌরিনচাজ পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মূলত বাহ্যিক কারণেই হতে চলেছে এই পতন। পাশাপাশি তিনি জানিয়েছেন, পতন সত্ত্বেও ভারত বিশ্ব অর্থনীতির ‘উজ্জ্বল ক্ষেত্র’ হয়েই থাকবে। আগামী অর্থবর্ষে ভারত ও চিন একত্রে দুনিয়ার আর্থিক বৃদ্ধিতে অর্ধেক অবদান রাখবে। অন্যাদিকে আমেরিকা ও ইউরো অঞ্চল মিলিয়ে রাখবে দশ ভাগের এক ভাগ। আইএমএফের গবেষণা বিভাগের প্রধান ড্যানিয়েল লেই বলেছেন, ২০২৩-এ ভারতের মূল্যস্ফীতি কমে হবে ৫%। তার দাবি, শুধু ভারতে নয়, অন্যান্য দেশেও মূল্যস্ফীতি কমবে। ২০২৪-এ তা আরও কমবে।

বিশ্ব পরিস্থিতি

অন্যদিকে, আইএমএফ জানিয়েছে ২০২৩-এ চিনের অর্থনীতি ৫.২% বৃদ্ধি পাবে, যদিও ২০২৪-এ তা কমে হবে ৪.৫%। উন্নয়নশীল এবং উন্নত এশিয়ার আর্থিক বৃদ্ধি ২০২৩ ও ২০২৪-এ বেড়ে ৫.৩% ও ৫.২% হবে বলে জানানো হয়েছে। ২০২২-এ তা ছিল ৪.৩%।

দ্য ওয়ার্ল্ড ইকনমিক আপডেটের পূর্বাভাস অনুযায়ী ২০২৩-এ মার্কিন অর্থনীতি ১.৪% বৃদ্ধি পাবে, ২০২৪-এ ১% বাড়বে।

Share Now:
tags:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *