Home রাজনীতি কোনো ‘সরকার-বিরোধী’ পোস্ট নয়, সকল কর্মচারী ও তাদের পরিবারকে নির্দেশ টিআইএফআরের

কোনো ‘সরকার-বিরোধী’ পোস্ট নয়, সকল কর্মচারী ও তাদের পরিবারকে নির্দেশ টিআইএফআরের

কোনো ‘সরকার-বিরোধী’ পোস্ট নয়, সকল কর্মচারী ও তাদের পরিবারকে নির্দেশ টিআইএফআরের
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কর্তৃপক্ষ তাদের সকল কর্মচারী ও কর্মচারীদের পরিবারদের নির্দেশ দিয়েছে, তারা যেন কোনো ‘সরকার-বিরোধী’ বক্তব্য অথবা প্রতিষ্ঠানের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট না করেন। গত ১৩ এপ্রিল প্রতিষ্ঠানের রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত উইং কমান্ডার জর্জ অ্যান্টনি এক চিঠির মাধ্যমে এই নির্দেশ দিয়েছেন।

অ্যান্টনি চিঠিতে বলেছেন, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা ও পারমাণবিক শক্তি বিভাগ লক্ষ করেছে যে কিছু ‘অসন্তুষ্ট কর্মচারী’ ও তাদের পরিবার সোশাল মিডিয়ায় বিভিন্ন সরকার-বিরোধী পোস্ট করছেন। তারা ওই বিভাগের বিভিন্ন দফতর, আবাসন ও নানা কাজের জায়গার ছবি ও ভিডিওয় পোস্ট করছেন। চিঠিতে বলা হয়েছে, এই ধরনের কার্যকলাপের ক্ষেত্রে ‘নিষেধাজ্ঞা’ জারি করা হয়েছে। কারণ এতে ‘নিরাপ্ততার ক্ষেত্রে গুরুতর সমস্যা’ হতে পারে।

সরকার-বিরোধী পোস্টে নিষেধাজ্ঞা শুধু কর্মচারীদের ক্ষেত্রে নয়, তাদের পরিবারের ক্ষেত্রেও জারি করার কথা বলা হয়েচে ওই চিঠিতে।

টিআইএফআর দেশের শ্রেষ্ঠ বিশ্বাবিদ্যালয়গুলির অন্যতম। এখানে প্রকৃতি বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, জীববিদ্যা ও অঙ্কে গবেষণামূলক কাজ হয়ে থাকে। এটি ভারত সরকারের পারমাণবিক শ্কতি বিভাগের অধীন। ১৯৪৫ সালে হোমি ভাবা এই বিশঅবাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই কাজে সাহায্য করেছিল স্যর দোরাবজি টাটা ট্রাস্ট।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *