পিপলস ম্যাগাজিন ডেস্ক: ২০ বছর আগে প্রথম জি৮ শীর্ষবৈঠক বসেছিল ইতালির জেনোয়ায়। বিশাল প্রতিবাদ, বিক্ষোভ, প্রতিরোধে উত্তাল হয়ে উঠেছিল সেই শহর। শহিদ হয়েছিলেন প্রতিবাদী কার্লো জিউলিয়ানি। বিশ্বায়ন বিরোধী আন্দোলনের প্রথম শহিদের মর্যাদা পান তিনি। অক্টোবরের শেষ দুদিন ইতালির রোমে অনুষ্ঠিত জি২০ শীর্ষবৈঠকে সেই বৈঠকে ২০ বছর পূর্তি উদ্যাপিত হল। অন্যদিকে প্রতিবাদে উত্তাল হল রোমের রাস্তা।
বৈঠক চলাকালীন রোমের রাস্তায় জড়ো হয়েছিলেন ১০ হাজারেরও বেশি মানুষ। শুধু ইতালি নয়, প্রতিবাদকারীরা জড়ো হয়েছিলেন সিসিলি, স্পেন সহ ইউরোপের অন্যান্য দেশ থেকেও। প্রতিবাদীদের মধ্যে ছিলেন ছাত্র, শ্রমিক ইউনিয়ন, পরিবেশকর্মী, কোভিড ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সংশয়ী, শ্রমিকদের জন্য স্বাস্থ্যকার্ড বাধ্যতামূলক করার বিরোধী ও মানবাধিকারকর্মীরা। তাদের হাতে ছিল ব্যানার, ‘তোমরা জি২০, আমরা ভবিষ্যৎ’।
এই বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন কমিউনিস্ট বিপ্লবীরা। মোদি, এরদোগান (তুরস্ক),বলসেনারো (ব্রাজিল) বিরোধী পোস্টার, প্ল্যাকার্ড দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। বিজেপি সরকার, জল-জমি-জঙ্গল লুঠ করার লক্ষে যে প্রহার-৩ নামে সামরিক অভিযান চালাচ্ছে। পোস্টারে তার বিরোধিতা ফুটে ওঠে। এছাড়া ছিল সম্প্রতি শহিদ হওয়া পেরুর মহান মাওবাদী বিপ্লবী গঞ্জালোর বিরুদ্ধে রাষ্ট্রীয় অত্যচারের প্রতিবাদ।
২০০১-এর পরিস্থিতি যাতে আবার না তৈরি হয়, সেজন্য সতর্ক ছিল সাম্রাজ্যবাদীরা। বিপুল নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল রোম শহর। প্রবাদীকারীর প্রায় সমসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল।