নেতাকে স্বাগত জানানোর অছিলায় গাজিপুর সীমান্তে কৃষকদের ওপর হামলা বিজেপির, সংঘর্ষ
পিপলস ম্যাগাজিন ডেস্ক: দিল্লি-উত্তরপ্রদেশের গাজিপুর সীমান্তে মঙ্গলবার সংঘর্ষ বাঁধল আট মাস ধরে আন্দোলনরত কৃষকদের সঙ্গে বিজেপির। তিন কৃষি আইন বাতিলের দাবিতে সেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা।
বিজেপি নেতা অমিত বাল্মীকিকে স্বাগত জানিয়ে বিজেপি কর্মীরা এদিন এক মিছিল করছিলেন, ঠিক সেই সময়ই দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে সংঘর্ষ বাধে বিজেপি ও বিক্ষোভকারী কৃষকদের মধ্যে।
উভয়পক্ষই লাঠি হাতে নেমে পড়েন সংঘর্ষে, বিজেপির দাবি বিক্ষোভকারী কৃষকরা তাদের একটি গাড়ি ভাঙচুর করে।
ভারত কিষাণ ইউনিয়নের নেতা রকেশ টিকাইত জানিয়েছেন যে বিজেপি কর্মীরা এই তাণ্ডব শুরু করে এবং তারা গত তিন দিন ধরে পতাকা নিয়ে প্রতিবাদস্থানে ঘুরে যাচ্ছেন। টিকাইত আরও বলেন যে “বিজেপি কর্মীরা হিংসা ছড়াতে চাইছে, যেখানে স্লোগান দেওয়া হচ্ছিল সেই মঞ্চে তারা উঠে যায় এবং পাথর ছোঁড়া শুরু করে”। কৃষকদের বক্তব্য ঝামেলা পাকানোর জন্য এদিন অমিত বাল্মীকিকে স্বাগত জানানোর কর্মসূচি নিয়েচিল বিজেপি।
সংযুক্ত কিষাণ মোর্চার মুখপাত্র জগতার সিং বাজওয়া জানিয়েছেন, কৃষকরা এদিন বিজেপি কর্মীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও সরকারি আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছেন।
বাজওয়া বলেছেন “বিজেপি কর্মীরা কৃষকদের সাথে দুর্ব্যবহার করেছে এবং ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা নিজেরাই তাদের গাড়ি ভাঙচুর করেছে। সরকারের এই ষড়যন্ত্র সফল হবে না কারণ কৃষকদের বিক্ষোভের থামাতে এই ধরনের কৌশল অতীতেও ব্যবহৃত হয়েছিল ”।