Home খবর ফের বিজেপির ভুয়ো খবরের রাজনীতি ,১২ বছরের পুরনো ছবি দিয়ে দিল্লিতে ‘জল সংকট’-এর দাবি
0

ফের বিজেপির ভুয়ো খবরের রাজনীতি ,১২ বছরের পুরনো ছবি দিয়ে দিল্লিতে ‘জল সংকট’-এর দাবি

ফের বিজেপির ভুয়ো খবরের রাজনীতি ,১২ বছরের পুরনো ছবি দিয়ে দিল্লিতে ‘জল সংকট’-এর দাবি
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: ১৯ জুন বিজেপি নেতা বিজয় গোয়েল একটি টুইট করেন। তাতে দেখা যাচ্ছে একটি জলের ট্যাঙ্কের চারদিকে প্রচুর মানুষের ভিড়। গোয়েল ওই ছবি দেখিয়ে অভিযোগ করেন, আম আদমি পার্টির সরকার রাজধানীর জল সংকট কমাতে কোনো ব্যবস্থা নিচ্ছে না। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান গোয়েল।

গোয়েলের ওই টুইটটি ৮০০ বার রিটুইট হয়। তাদের মধ্যে ছিলেন সুরাটের বিজেপি বিধায়ক হর্ষ সাংভি, গুজরাট বিজেপির আইটি সেল সদস্য নিখিল প্যাটেল ও তরুণ জে বারোট।

তারপর জানা যায়, ছবিটি ২০০৯ সালের। সে সময় দিল্লির ক্ষমতায় ছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত। ওই ছবিটি সঞ্জয় কলোনির। সেখানে দিল্লি জল বোর্ডের জলের ট্যাঙ্কের সামনে ভিড় করে আছে মানুষ।

আপ গোয়েলের টুইটের উত্তরে ২০০৯ সালের ওই নিবন্ধটির স্ক্রিন শট পোস্ট, যেখানে ওই ছবিটি রয়েছে। আপের পক্ষ থেকে উত্তরে লেখা হয়, ‘গোয়েলজি, আপনি কি স্মৃতিকাতর হয়ে ২০০৯ সালের ছবি টুইট করেছেন নাকি কেজরিওয়াল সরকারের মানহানির চেষ্টা করছেন’?

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *