অতিমারির সময় সেন্ট্রাল ভিস্তার প্রতিবাদ আসানসোলে
পিপলস ম্যাগাজিন ডেস্ক: দেশের মানুষ যখন কোভিড অতিমারির সময় প্রায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, অক্সিজেন, ভ্যাকসিন,ওষুধ অমিল তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০,০০০ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে সেন্ট্রাল ভিস্টা। নতুন সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বিলাস বহুল বাসভবন।নাগরিকদের প্রতি সরকারের এই নৃশংসতার জবাব দিতে ও সেন্ট্রাল ভিস্টা বাতিলের দাবিতে সোমবার আসানসোল রবীন্দ্র ভবনের সামনে কোভিড স্বাস্থ্য বিধি মেনে এক প্রতিবাদ সভা ও কুশপুত্তলি পোড়ানো হল। আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশন,ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়ন ও এআইসিসিটিইউ আহ্বানে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সমর ভট্টাচার্য, উজ্জ্বল রায়,অচিন্ত্য রায়,সুরিন্দার ধারি,কল্যাণ মৌলিক প্রমুখ।
Post Views:
264