পিপলস ম্যাগাজিন ডেস্ক: পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্তাইন বা পিএফএলপি। প্যালেস্তাইনের বিপ্লবী সমাজতান্ত্রিক রাজনৈতিক শক্তি এবং ইজরায়েল বিরোধী প্রতিরোধ যুদ্ধের প্রধান শক্তি। কয়েকদিন আগে ইজরায়েলের বিরুদ্ধে কিছুদিন আগে শেষ হওয়া যুদ্ধে জয়লাভ উপলক্ষ্যে গাজা শহরে বিশাল মিছিল করল তারা।
ইজরায়েল সেনা দ্বারা ঘেরাও হয়ে থাকা গাজায় এই সাম্প্রতিক যুদ্ধ শুরু হয়েছিল ১০ মে। চলেছিল ১১ দিন।
তবে শুধু যুদ্ধজয়ের উদ্যাপন নয়, এই বর্ণময় মিছিলের আরও একটি উদ্দেশ্য ছিল। তা হল প্যালেস্তাইনের মুক্তি যুদ্ধ ও রাজনীতিতে বিপ্লবী সমাজতান্ত্রিকদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রতিষ্ঠা করা।
পিএফএলপি-র সমর্থক সহ হাজার হাজার মানুষ ওই মিছিলে অংশ নেন। তাতে যেমন যুদ্ধাস্ত্র সহ সেনারা ছিলেন, তেমনই ছিলেন বহু সাধারণ মানুষ। হাজির ছিল শিশুরাও।
ওই মিছিল থেকে স্পষ্ট বলা হয়, তারা কোনো গোপন শান্তিচুক্তির সূত্রে বিশ্বাসী নন, তারা আপস করবেন না।
পিএফএলপি-র মহাসচিব আহমেদ সাদাত ২০০২ থেকে ইজরায়েলের জেলে বন্দি।
সম্প্রতি শেষ হওয়া প্রতিরোধ যুদ্ধে সংগঠনের সশস্ত্র শাখা আবু আলি মুস্তাফা ব্রিগেডের সঙ্গে একযোগে লড়াই চালিয়েছিল অন্যান্য সংগঠনও। তাদের মধ্যে রয়েছে হামাস, ফাতাহ, ইসলামি জেহাদি ও অন্যান্যরা।
পিএফএলপির তরফে বলা হয়, প্যালেস্তাইনের মানুষ ৭৩ বছর ধরে লড়াই করছেন। সশস্ত্র ও নিরস্ত্র, দুরকম পদ্ধিতিই তারা ব্যবহার করে চলেছেন। আগামী দিনেও তারা একই ভাবে এগোবেন।
মিছিলে প্যালেস্তাইনের সমাজতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন বন্দিদের হাতে নিয়েও হাঁটেন সাধারণ মানুষ। গত কয়েক বছরে এত বড়ো মিছিল হয়নি গাজায়।