করোনায় আক্রান্ত অসুস্থ রাজনৈতিক বন্দি বুদ্ধদেব মাহাত, চিকিৎসা নিয়ে উদ্বেগ
পিপলস ম্যাগাজিন ডেস্ক: প্রেসিডেন্সি জেলের রাজনৈতিক বন্দি বুদ্ধদেব মাহাত কোথায়? জানতে পারছেন না তার পরিবার ও বন্দিমুক্তি আন্দোলনের কর্মীরা। কমিটি ফর দ্য রিলিজ অব পলিটিক্যাল প্রিজনার্সরের পশ্চিমবঙ্গ শাখার বক্তব্য, বুদ্ধদেব দীর্ঘদিন যাবৎ কিডনির সমস্যায় ভুগছেন এবং সপ্তাহে প্রায় প্রতিদিন তার ডায়ালেসিস চলে। গত পনেরো দিন ধরে তিনি সর্দি-কাশি-জ্বরে ভুগছিলেন এবং ঠিকমতো খেতে পারছিলেন না । অথচ সেই অবস্থায় তাঁর কোরোনা টেস্ট করানোর কোন উদ্যোগ নেওয়া হয়নি। গত বৃহস্পতিবার (২০/০৫), বুদ্ধদেবকে এসএসকেএম-এ ডায়ালেসিস করাতে নিয়ে গেলে, তাঁর কোরোনা টেস্ট করার কথা বলেন ডাক্তার। গত শুক্রবার তাঁর টেস্ট করা হয়। এক সপ্তাহ পরে,২৬ তারিখ রিপোর্ট এসেছে, পজিটিভ। তারপর তাকে জেলের মধ্যেই আলাদা করে রাখা হয়।
বিশেষ সূত্রে জানা গেছে, এই অবস্থায় জেলের অন্যান্য রাজনৈতিক বন্দিদের চাপে তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু কোন হাসপাতালে তিনি ভর্তি, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি তাঁর সহবন্দি ও বাড়ির লোকদের।
সিআরপিপি-র পশ্চিমবঙ্গ শাখার অভিযোগ, দশ বছর ধরে বন্দি বুদ্ধদেবের উপসর্গ থাকা সত্ত্বেও দীর্ঘদিন করোনা পরীক্ষা না করানো এবং রিপোর্ট পেতে এক সপ্তাহ সময় লাগা, এ সবই কারা কর্তৃপক্ষের ইচ্ছায় হয়েছে। এই প্রসঙ্গে বর্তমান জমানায় একাধিক রাজনৈতিক বন্দির চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর কথাও মনে করিয়ে দিয়েছেন তারা। সংগঠনের তরফে বন্দির পরিবারকে বুদ্ধদেবের চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য জানানোর দাবি জানিয়ে একটি প্রেস বিবৃতি সংশোধনগার দফতরের ডিআইজি, আইজি এবং প্রেসিডেন্সি সংশোধনাগারের ডিআইজি-কে পাঠানো হয়েছে।
প্রতীকী ছবি
বুদ্ধদেব সহ সব রাজনৈতিক বন্দির মুক্তি দাবি করছি