ভারতীয় টিকা নিয়ে প্রশ্ন, কোভ্যাক্সিন নিলে যেতে পারবেন না বিদেশে
পিপলস ম্যাগাজিন ডেস্ক: যে সব ভারতবাসী কোভ্যাক্সিনের দুটি ডোজ নিয়েছেন, তারা বিদেশে যেতে পারবেন না। কারণ, ভারত বায়োটেকের তৈরি এই টিকাটি এখনও বিশ্বা স্বাস্থ্য সংস্থার আপদকালীন ব্যবহারের উপযোগী টিকার তালিকায় স্থান পায়নি।
ইউরোপের বহু দেশে পর্যটন ব্যবসাকে উৎসাহ দিতে বিদেশিদের সে দেশে ঢোকার অনুমতি দেওয়া শুরু করেছে। সেক্ষেত্রে টিকা নেওয়া বাধ্যতামূলক। তাদের দেশের স্বাস্থ্য মন্ত্রকের তালিকা অথবা হু-এর তালিকা মেনে চলছে। কিন্তু সেই তালিকায় কোভ্যাক্সিন নেই।
সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড অবশ্য তালিকায় রয়েছে। এছাড়া রয়েছে ফাইজারের তৈরি টিকা, অ্যাস্ট্র্যাজেনেকার তৈরি দুটি টিকা(তার মধ্যে একটি সেরামের তৈরি), জনসন অ্যান্ড জনসনের টিকা। এছাড়া তালিকায় আছে মডার্না ও চিনের সিনোফার্ম সংস্থার টিকা।
বিদেশে যেতে পারাটা বড়ো কথা নয়। বর্তমান পরিস্থিতিতে ভারতের জনসংখ্যার অতি ক্ষুদ্র অংশই বিদেশে যাওয়ার কথা ভাবছেন বা তাদের প্রয়োজন হচ্ছে। কিন্তু ওই তালিকায় না থাকার অর্থ হল, এই টিকার গুণমান নিয়ে এখনও নিশ্চিত নয় হু। অথচ বহু মানুষকে তা দেওয়া হচ্ছে। বর্তমানে বেসরকারি হাসপাতালে কোভ্যাক্সিনের একটি ডোজের দাম ১২০০ টাকা। সঙ্গে নিজেদের খরচ যুক্ত করে খাস কলকাতাতেই কোনো কোনো বেসরকারি হাসপাতাল ২০০০ টাকা করে নিচ্ছে।
অথচ টিকা নিয়েও বহু মানুষ অসুস্থ হচ্ছেন, মারাও যাচ্ছেন কেউ কেউ। সেক্ষেত্রে যুক্তি দেওয়া হচ্ছে, টিকা না নিলে অসুস্থ হওয়ার বা মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। যদিও সেই দাবির স্বপক্ষে এখনও কোনো স্পষ্ট যুক্তি চোখে পড়েনি।
মাথায় রাখতে হবে, সম্প্রতি রাশিয়ার স্পুটনিকভি ভ্যাকসিনটিও দেশে ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্র। সেটিও কিন্তু হু-এর তালিকায় নেই।