৭১ দিনে সোয়া এক লক্ষ মৃত্যু শংসাপত্র দিয়েছে গুজরাট সরকার, কোভিড-মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন
পিপলস ম্যাগাজিন ডেস্ক: গুজরাটি দৈনিক দিব্যা ভাস্কর রাজ্যে কোভিডের মৃত্যুর হাল হকিকত নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে। প্রতিবেদনে শিরোনাম ছিল, “৭১ দিনের মধ্যে ১.২৩ লক্ষ মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছে, যদিও সরকার বলছে কোভিডে মৃত্যুর সংখ্যা ৪,২১৮”।
এই বছরের ১ মার্চ থেকে ১০ মে এর মধ্যে ১.২৩ লক্ষ মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছে, তবে একই সময়কালে গত বছরে মাত্র ৫৮,০০০ জনের মৃত্যু হয়েছিল।
উদাহরণ হিসেবে বলা যায়, আহমেদাবাদ শহরে, ২০২০ সালে ৭১ দিনের সময়কালে ৭,৭৮৬টি মৃত্যুর শংসাপত্র জারি করা হয়েছিল। এই বছর একই সময়কালে ১৩,৫৯৩টি মৃত্যুর শংসাপত্র জারি হয়েছে। তবে সরকারি হিসেবে আহমেদাবাদে কোভিডের মৃত্যুর সংখ্যা মাত্র ২,২২৬।
আমরেলি জেলায়, সরকারি হিসেব অনুযায়ী ৭১ দিনে কোভিডে মৃত্যু হয়েছে মাত্র ৩৬ জনের, কিন্তু মোট ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে ৫,৪৪৯টি। একই সময় কালে গত বছর ১৭১২টি সার্টিফিকেট দেওয়া হয়েছিল।
দিব্যা ভাস্কর পত্রিকা গত মাসে রাজ্য বিজেপি সভাপতির ফোন নম্বর প্রকাশ করে দেয়। অভিযোগ ছিল, তিনি ৫০০০টি রেমিডেসিভিরের ডোজ মজুত করে রেখেছেন।
গত ২৬ এপ্রিল ওই পত্রিকায় প্রকাশ করে যে গুজরাত সরকার কোভিডে মৃতের সংখ্যা বিপুল ভাবে কমিয়ে দেখাচ্ছে।