Home খবর দমন মূলক আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ ইংল্যান্ডের ব্রিস্টল, আহত বহু পুলিশ
0

দমন মূলক আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ ইংল্যান্ডের ব্রিস্টল, আহত বহু পুলিশ

দমন মূলক আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ ইংল্যান্ডের ব্রিস্টল, আহত বহু পুলিশ
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: পুলিশি ক্ষমতা বৃদ্ধি পাবে এমন একটি প্রস্তাবিত আইনের বিরুদ্ধে এক সপ্তাহেরও বেশি দিন ধরে ব্রিটেনে বিক্ষোভ অব্যাহত। ব্রিস্টল শহরে বিক্ষোভকারী সঙ্গে পুলিশের সংঘর্ষে ২০ জন পুলিশ আহত হয়েছেন, তাদের মধ্যে দুজন গুরুতর আহত।

পুলিশের বহু ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, একজন পুলিশ কন্সটেবেলের দাবি বিক্ষোভকারীরা আতসবাজি ছোড়ায় পুলিশ একটি বাড়ির মধ্যে আটকে পরে, কিছু বিক্ষোভকারী সেই বাড়ি লক্ষ করে পাথর ছুঁড়তে শুরু করে। বিক্ষোভকারীরা শ্লোগান তুলছিলেন “কিল দ্য বিল”।

ব্রিস্টলের মেয়র মারভিন রিস বলেন এই বিক্ষোভ হিংসাত্মক ছিল এবং এটি বিলের প্রয়োজনীয়তার বোঝাবার জন্য প্রমাণ হিসেবে ব্যাবহার হতে পারে।

ব্রিস্টলে রবিবার রাতের বিক্ষোভের এক প্রত্যক্ষদর্শী  বলেন, সংঘর্ষ ও বিক্ষোভের পেছনের কারণগুলির সম্পর্কে জানা দরকার। তিনি আরও বলেন যে “আমি বিস্মিত নই। তারা বেশিরভাগই যুব, তাদের প্রজন্মের কাছে এটি স্বাভাবিক। এই যুব প্রজন্ম দেখছে যে এই পৃথিবী মৃত্যুর দিকে এগোচ্ছে, তাদেরই স্বরাষ্ট্র মন্ত্রী নিজেদের মানুষকেই ফাঁসি দিতে চায়, ব্রিস্টলে যুবদের চাকরির অবস্থা শোচনীয়, তাদের কোন চাকরির সম্ভাবনা নেই। প্রতিরোধের পিছনে এই সব কারণগুলিরও ভুমিকা আছে, আমাদের এই বিষয়ও ভেবে দেখা দরকার।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *