Home খবর নতুন শিক্ষা বিলের বিরুদ্ধে ব্যাপক গণ-বিক্ষোভ গ্রিসে, পুলিশি সন্ত্রাস
0

নতুন শিক্ষা বিলের বিরুদ্ধে ব্যাপক গণ-বিক্ষোভ গ্রিসে, পুলিশি সন্ত্রাস

নতুন শিক্ষা বিলের বিরুদ্ধে ব্যাপক গণ-বিক্ষোভ গ্রিসে, পুলিশি সন্ত্রাস
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: গত ১০ ফেব্রুয়ারি, কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক, অধ্যাপক এবং শিক্ষাকর্মীরা নয়া শিক্ষা বিলের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রিসে।  এই নয়া আইন অনুযায়ী পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে অভিযান চালাতে পারে। দীর্ঘকাল ধরে গ্রিসের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ প্রবেশ নিষিদ্ধ। সেই  আইন প্রত্যাহার করা হয় ২০১৯ সালে। এই নিষেধাজ্ঞার সূত্রপাত ১৯৭৩ সালে অ্যাথেন্স পলিটেকনিকে সামরিক শাসন বিরোধী জঙ্গি বিক্ষোভ ও সেই ঘটনায় পুলিশি অভিযানে প্রচুর মৃত্যুর পর থেকে।

গ্রিসের জনসাধারণ এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার ঘোর বিরোধী। বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারী এবং পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। ট্রেড ইউনিয়ন কর্মীদের রিপোর্ট অনুযায়ী, এমনকি ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদেরও মারধর করে পুলিশ।

‘কেরামিয়াস বিল’ নামে পরিচিত এই নয়া বিল প্রবর্তনকারী গ্রিক শিক্ষামন্ত্রী নিকি কেরামিইয়াসের নাম অনুসারে। তার বক্তব্য গ্রিক ক্যাম্পাসগুলিতে সুরক্ষার সমস্যা ছিল যা আরো তীব্র হয়ে উঠেছে এবং ‘চলতি বিশৃঙ্খলা’ গ্রিক শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনা করতে যেতে বাধ্য করছে। যদিও এইদিনের ঘটনা থেকে এটুকু স্পষ্ট যে পুরানো ‘বিশৃঙ্খলা’ নয়, বরং নতুন আইনই শিক্ষার্থীদের উদ্বেগ কারণ। তার বিরোধিতায় হাজার হাজারে মানুষ রাস্তায় মিছিল করেছে -এবং প্রথম দিনেই তাদের  ব্যাপক নির্যাতন ও পুলিশি সন্ত্রাসের মুখোমুখি হতে হয়েছে!

তবে বুধবারের বিক্ষোভ কেবল শুরু, আগামীতে আরো ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে সংগ্রামী সংগঠনগুলি।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *