মাওবাদী অভিযোগে কেরল পুলিশের হাতে ধৃত তামিলনাড়ুর ডাক্তার
পিপলস ম্যাগাজিন ডেস্ক: সিপিসিএল-তামিলনাড়ু (সেন্টার ফর প্রোটেকশন অফ সিভিল লিবার্টিস)-এর সদস্য ডঃ চিন্না দীনেশকে শুক্রবার তামিলনাড়ুর কোয়েম্বাটোর থেকে গ্রেফতার করল কেরলের সন্ত্রাসবিরোধী স্কোয়াড। কেরল থেকে আসা ১০ জনের দলটি প্রথমে কোয়েম্বাটরের বিভিন্ন এলাকায় অন্য দুই ব্যক্তির খোঁজে তল্লাশি চালায়,তারপর এরাআয়েরপালায়মের থাডগাম রোডে একটি হাসপাতালে তল্লাশি চালায়। ডঃ দীনেশকে সেই হাসপাতাল থেকে কর্মরত অবস্থায় গ্রেফতার করা হয়। তার ক্লিনিকে কর্মরত দীনেশের এক সহকর্মী জানিয়েছেন যে দীনেশকে শারীরিকভাবে নিগ্রহ করার পাশাপাশি তার ব্যক্তিগত জিনিসপত্র জোর করে বাজেয়াপ্ত করা হয়।
২০১৫ সালে নালেম্বুরের জঙ্গলে সিপিআই (মাওবাদী) -র একটি শিবিরে হাজির থাকার অভিযোগে ২০১৬ সালে মালাপ্পুরম জেলায় নথিভুক্ত একটি মামলায় এই দাঁতের চিকিৎসক অভিযুক্ত। এছাড়াও কোয়েম্বাটোরে নকশালপন্থী পোস্টার লাগানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এর পাশাপাশি এটিএস দল তামিলনাড়ুর এক যুব সংগঠন ‘সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন’(এআইএম)-এর রাজ্য কমিটির সদস্য পার্থিবানের বাড়িতেও অভিযান চালিয়ে তার বৈদ্যুতিন যন্ত্রগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যায়।
ডা. দীনেশের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গ্রেফতারের পর থেকেই অনশন ধর্মঘট শুরু করেছেন দীনেশ। তাঁর বক্তব্য, এই গ্রেফতারি বেআইনি। পুলিশ তাঁর চিকিৎসার কাজে বাধা দিয়েছে এবং তাঁর রোগীদের হেনস্থা করেছে।