কৃষি আইন-শ্রম কোডের বিরুদ্ধে মিছিল আসানসোলে
![কৃষি আইন-শ্রম কোডের বিরুদ্ধে মিছিল আসানসোলে](https://peoplesmagazine.in/wp-content/uploads/2021/01/asan_rally_1.jpg)
পিপলস ম্যাগাজিন ডেস্ক: চলমান কৃষক আন্দোলনের সমর্থনে ও শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোড বাতিলের বিরুদ্ধে আসানসোল – দুর্গাপুর শিল্পাঞ্চলের ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের ডাকে রবিবার এক মিছিল হল আসানসোল কর্পোরেশনের সামনে থেকে বিএনআর মোড় পর্যন্ত।
এই মিছিলকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন দুর্গাপুর গণ অধিকার মঞ্চের সুরেশ বাইন, অল ওয়েস্টবেঙ্গল সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়নের গৌতম মন্ডল, আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের সুমন কল্যাণ মৌলিক, প্রবীর দাশগুপ্ত, আদ্যনাথ ব্যানার্জি।সংগঠকদের পক্ষে উমেশ দুসাদ ও রমজান আলি জানান তারা কোলিয়ারি অঞ্চলে কৃষি আইন ও শ্রমকোডের বিরুদ্ধে ধারাবাহিক প্রচার চালাচ্ছেন।
Post Views:
324