পিপলস ম্যাগাজিন ডেস্ক: রিলায়েন্সের জিও সিম এবং আদানি কোম্পানির ফরচুন তেল বয়কটের আওয়াজ পঞ্জাব-হরিয়ানার সীমান্ত ছাড়িয়ে এবার পৌছে গেল পশ্চিমবঙ্গেও।
রবিবার দক্ষিন ২৪ পরগনার জয়নগর থানা এলাকার কাশিপুরে এক জনসভায় প্রায় ৫০ জন কৃষক ও স্থানীয় মানুষ জিও ফোনের সিম এবং ফরচুন ব্র্যান্ডের তেল, চাল, ব্যসন প্রভৃতির প্যাকেট জ্বালিয়ে দেন।
শ্রমিক কৃষক একতা মঞ্চের ডাকা বিজেপি-ফ্যাসিবাদ বিরোধী এই জনসভায় লক্ষ্যণীয় রকম জন সমাবেশ হয়েছিল।
এলাকার কৃষক আশানুর হাসান বলেন, “সাম্প্রদায়িক বিজেপিকে প্রতিরোধ করতেই আমাদের এই বয়কট আন্দোলন। আদানি, আম্বানিরা বিজেপিকে টাকা দিচ্ছে। তাই আমরা এই দুই কোম্পানির পণ্য ও পরিষেবা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। এক সময় আমাদের দেশে বৃটিশ পণ্য বয়কটের আন্দোলন হয়েছিল। তেমন আন্দোলন আবার শুরু করার সময় এসেছে।”
স্থানীয় বাসিন্দা বাবলু হালদার বলেন, “পাঞ্জাবের আন্দোলনরত কৃষকেরা জিও, ফরচুন বয়কটের ডাক দিয়েছেন। এইভাবে বিজেপির টাকার সোর্স বন্ধ করা গেলে সাম্প্রদায়িক এই দলটির মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে। পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চয়ই আমাদের বয়কট আন্দোলনের যুক্তি বুঝবেন এবং জিও, ফরচুন বয়কট করবেন।”
https://www.facebook.com/peoplesmag20/videos/425812081798744/
শ্রমিক কৃষক একতা মঞ্চ ও এএনপিএম- এর ডাকা এই জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নো এনআরসি মুভমেন্টের কমল শুর, সংগ্রামী কৃষক মঞ্চের সুকুমার কয়াল, এনআরসি-এনপিআর প্রতিরোধ মঞ্চের আনোয়ার হোসেন, সোমপ্রকাশ চক্রবর্তী প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠন পরিবেশন করে লাল লন্ঠন ও স্ফুলিঙ্গ গোষ্ঠী।