পিপলস ম্যাগাজিন ডেস্ক: একচেটিয়া পুঁজি যেভাবে কাজ করে, সেভাবেই কৃষি আইন পাস হওয়ার পর এই প্রথম ময়দানে নামল কোনো বৃহৎ কর্পোরেট সংস্থা। সেটা আর কেউ নয়, রিলায়েন্স। চলমান কৃষক আন্দোলনে বারবার উঠছে অম্বানি-আদানির নাম। চলছে তাদের পণ্য বয়কট, পঞ্জাবে জিও-র টাওয়ারে ধ্বংসলীলা চালাচ্ছেন কৃষকরা। এর জেরে রিলায়েন্সের শেয়ারের দাম পড়েছে হুহু করে। পৃথিবীর প্রথম দশ বিলিওনেয়ারের তালিকার বাইরে চলে গিয়েছেন মুকেশ অম্বানি। এই অবস্থায় ভাবমূর্তি ঠিক করতে কর্নাটকের রাইচুর জেলায় চাষিদের থেকে ধান কিনল রিলায়েন্স রিটেল লিমিটেড।
তবে সরাসরি চুক্তি চাষে ঢোকেনি তারা। দিন পনেরো আগে রিলায়েন্সের এজেন্টরা ‘স্বাস্থ্য ফারমারস প্রোডিউসিং কোম্পানি’র সঙ্গে একটি চুক্তি করে। এসএফপিসি এতদিন তেলের কারবার করতো। এখন তারা চালের ব্যবসাতেও ঢুকেছে। প্রায় ১১০০ কৃষক তাদের সংস্থায় নথিভুক্ত হয়েছেন। ওই সংস্থার থেকে রিলায়েন্স রিটেইল ১০০০ কুইন্টাল সোনা মুসুরি ধান কিনবে বলে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী ধানে ১৬%-এর কম আর্দ্রতা থাকতে হবে।
মজা হল মোবাইলের ব্যবসায় জিও যেভাবে ঢুকেছিল, সেভাবেই কৃষি ব্যবসাতে ঢুকলো তারা। সঙ্গে রয়েছে ভাবমূর্তি ভালো করার চাপ। সস্তায় পরিষেবা দিয়ে বাজার ধরে জিও একচেটিয়া ব্যবসার পথ তৈরি করেছে। ধীরে ধীরে দাম বাড়িয়েছে পরিষেবার। এক্ষেত্রে উল্টো, রিলায়েন্স প্রতি কুইন্টালে ১৯৫০ টাকা দিচ্ছে, যার সরকারের ন্যূনতম সহায়ক মূল্যের থেকে ৮২ টাকা বেশি। বোঝাই যায়, চাষিরা ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা দাবি করার রিলায়েন্স দেখাতে চাইছে যে সেটা অর্থহীন দাবি। এক্ষেত্রে তাদের সঙ্গে কেন্দ্রের বোঝাপড়া থাকাও অসম্ভব নয়। অন্যদিকে একচেটিয়া ব্যবসার যুক্তি অনুযায়ী, এই ভাবে ধীরে ধীরে বেশি দাম দিয়ে পণ্য কিনে বাজার ধরে নিলে সংকটের মুখে পড়বেন অন্যান্য কৃষি ব্যবসায়ীরা। তারপর চাষিদের কম দামে ফসল বেচতে বাধ্য করবে তারা।
এসএফপিসি ও কৃষকদের চু্ক্তি হল, প্রতি ১০০ টাকার বেচাকেনায় সংস্থা দেড় টাকা কমিশন পাবে। ধান ভরার বস্তা এবং সিন্ধানুরে সংস্থার গুদামে তা পৌঁছে দেওয়ার খরচ কৃষকদের বহন করতে হবে।
চালের বস্তা ও পরিবহণ ব্যবসাতে ঘুরপথে এসএফপিসি বা রিলায়েন্স রয়েছে কিনা, তা অবশ্য বোঝা যাচ্ছে না। যদিও তার সম্ভাবনা প্রচুর। অন্যদিকে নির্দিষ্ট মানের চাল উৎপাদনের জন্য প্রয়োজনীয় বীজ, সার, রাসায়নিকের ব্যবসাও ক্রেতা সংস্থাই নিয়ন্ত্রণ করে থাকে চিরকাল। এক্ষেত্রেও তেমনই হওয়ার কথা। যদিও এ বিষয়ে সম্পূর্ণ তথ্য আসতে কিছুদিন সময় লাগবে।