Home খবর নেপাল: নতুন লড়াইয়ের জন্য চার কমিউনিস্ট পার্টির রণনৈতিক যুক্তফ্রন্ট
0

নেপাল: নতুন লড়াইয়ের জন্য চার কমিউনিস্ট পার্টির রণনৈতিক যুক্তফ্রন্ট

নেপাল: নতুন লড়াইয়ের জন্য চার কমিউনিস্ট পার্টির রণনৈতিক যুক্তফ্রন্ট
0

জনগণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১০ বছর বীরত্বপূর্ণ সংগ্রাম চালিয়েছিল নেপালের মাওবাদী পার্টি। কিন্তু রাজতন্ত্রের পতনের পর প্রচণ্ড-ভট্টরাইয়ের নয়া সংশোধনবাদী বিচ্যুতি নেপালের বিপ্লবে বিশ্বাসঘাতকতা করে। তার জেরে পার্টি ভেঙে বিভিন্ন গোষ্ঠী তৈরি হয়। বর্তমান সে দেশে তৈরি হওয়া রাজনৈতিক সংকটে, এর আগে বিচ্ছিন্ন হয়ে তৈরি হওয়া চারটি পার্টি একত্রে একটি যুক্তফ্রন্ট তৈরি করেছে। ওয়াকিবহাল মহল মনে করছে, এই যুক্তফ্রন্ট পাহাড়ি রাষ্ট্রটিতে নতুন রাজনৈতিক সংগ্রামের সূচনা।

প্রেস বিবৃতি                                                                                                                                                 ২ জানুয়ারি, ২০২১

তথাকথিত সংবিধান পরিষদের দ্বারা তৈরি সংবিধানের ভিত্তিতে যে মুৎসুদ্দি ও প্রতিক্রিয়াশীল সংসদীয় ব্যবস্থা তৈরি হয়েছে, তা নেপাল ও নেপালি জনগণের ওপর নতুন ভাবে শোষণ, নিপীড়ন ও অত্যাচার চালাচ্ছে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের জীবনজীবিকার ওপর আরও বেশি সংকট বয়ে আনার মূল কারিগর কেপি ওলির সরকার, যা নতুন সংবিধানের ধারাবাহিকতায় তৈরি হয়েছিল। বর্তমান রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্র ও সরকার যে সব জনবিরোধী, দেশবিরোধী এবং দুর্নীতিপূর্ণ কার্যকলাপ চালাচ্ছে, আমরা ধারাবাহিক ভাবে তার বিরোধিতা করছে ও সেগুলিকে প্রতিরোধ করছি। এর মধ্যে গত ২০ ডিসেম্বর, দুই-তৃতীয়াংশ সংসদীয় সমর্থনে বলীয়ান কমিউনিস্ট ছদ্মবেশধারী কেপি সরকার সংসদ ভেঙে দিয়েছে। তার পরবর্তী ঘটনাক্রমের ওপর আমাদের চার পার্টির গভীর মনোযোগ রয়েছে।

১. বর্তমান মুৎসুদ্দি ও প্রতিক্রিয়াশীল সংসদীয় ব্যবস্থার সঙ্গে নেপালের শ্রমিক শ্রেণির জনগণের দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে। মুৎসুদ্দি ও প্রতিক্রিয়াশীল রাষ্ট্রশক্তির বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বও তীব্র হচ্ছে। আমরা বিশ্বাস করি, মুৎসুদ্দি ও প্রতিক্রিয়াশীল রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্র ও সরকারে তীব্র হয়ে ওঠা দ্বন্দ্বকে সমাধান করার ব্যর্থ চেষ্টা হিসেবেই, বিদেশি শক্তি কেন্দ্রগুলির সমর্থনে ও সংকেতে সংসদ ভেঙে দিয়েছে।

২. চরমপন্থী ও ফ্যাসিবাদী কেপি ওলি যে পদক্ষেপ করেছে, তা কেবলমাত্র কেপি সরকারের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং তা সংসদীয় ব্যবস্থার ব্যর্থতা।

৩. এখন, দেশ ও জনগণ যে সমস্যার মধ্যে রয়েছেন, এ ব্যবস্থার মধ্যে কেবল সংসদকে পুনর্বহাল করে বা মাঝপথে নির্বাচন করে কিংবা সরকার বদলে, তার প্রকৃত ও জনমুখী সমাধান অসম্ভব। তার জন্য মুৎসুদ্দি ও প্রতিক্রিয়াশীল রাষ্ট্রশক্তির পতন ঘটিয়ে গণপ্রজাতান্ত্রিক যুক্তরাষ্ট্র/বিজ্ঞানসম্মত সমাজতন্ত্র গঠন করতেই হবে।

৪. কেপি ওলি সরকারের স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ এবং মুৎসুদ্দি ও প্রতিক্রিয়াশীল রাষ্ট্রশক্তির বিরুদ্ধে সামনে এগিয়ে চলার পথ খোঁজার ঐতিহাসিক উদ্যোগ নেওয়ার জন্য আমরা চার পার্টি একটি রণনৈতিক যুক্তফ্রন্ট গঠনের জন্য সম্মত হয়েছি। এর ধরন, গঠন এবং আগামী কর্মসূচি খুব শিগগিরই ঘোষণা করা হবে।

সাক্ষর

বিপ্লব

সাধারণ সম্পাদক

নেপালের কমিউনিস্ট পার্টি

কিরণ

সাধারণ সম্পাদক

নেপালের কমিউনিস্ট পার্টি (বিপ্লবী মাওবাদী)

ঋষিরাম কাত্তেল

চেয়ারম্যান

নেপালের কমিউনিস্ট পার্টি

আহুতি

কোঅর্ডিনেটর

সায়েন্টিফিক সোশালিস্ট কমিউনিস্ট পার্টি, নেপাল

(প্রচ্ছদের ছবি রেডস্পার্কের সৌজন্যে)

 

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *