সর্বহারার মহান নেতা ও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের আলোকবর্তিকা কমরেড স্তালিনের জীবনী, ভিডিও
১৮৭৯ সালের ২১ ডিসেম্বর জন্মেছিলেন কমরেড স্তালিন। নানা কারণে ওই দিন আমরা কমরেড স্তালিনের জীবন নিয়ে ভিডিও প্রকাশ করতে পারিনি। তবু ডিসেম্বরের প্রকাশ করলাম। স্তালিন ছাড়াও কমরেড লেনিন, মাও সে তুং, মার্কস, এঙ্গেলস, হো চি মিন, চেগুয়েভারার মতো সাম্যবাদী ও সাম্রাজ্যবাদ বিরোধী নেতা ও শিক্ষকদের জীবন নিয়ে ভিডিও আমরা তৈরি করেছি। উৎসাহীরা আমাদের ইউটিউব চ্যানেলে সেগুলি দেখে নিতে পারেন।
Post Views:
477