Home খবর জনবিরোধী নাগরিকত্ব আইন ২০১৯-এর বর্ষপূর্তিতে কলকাতায় মিছিল, ভিডিও

জনবিরোধী নাগরিকত্ব আইন ২০১৯-এর বর্ষপূর্তিতে কলকাতায় মিছিল, ভিডিও

জনবিরোধী নাগরিকত্ব আইন ২০১৯-এর বর্ষপূর্তিতে কলকাতায় মিছিল, ভিডিও
0

গত বছরের শেষাংশ ওবং চলতি বছরের শুরুটা সিএএ, এনআরসি, এনপিআর বিরোধী আন্দোলনে উত্তাল ছিল দেশ। সেই আন্দোলন বন্ধ করার জন্য কোভিডের জুজু দেখিয়ে আমলাতান্ত্রিক কায়দায় লকডাউন করা হয় গোটা দেশে। আন্দোলনের জেরে থমকে গেছে সিএএ, এনআরসি কর্মসূচি। ১৩ মাসেও বিধি প্রণয়ন করতে পারেনি কেন্দ্র। মুখে নানা কথা বললেও কাজে এগোচ্ছে না মোদি-শাহরা।  তাই জনগণের আন্দোলনও আপাতত স্তিমিত। সেই পরিস্থিতিতেই বিল পাশের এক বছর পূর্তিতে গত ১ ডিসেম্র চমৎকার মিছিল হল কলকাতায়। একটি ভিডিও।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *