বিজেপি দফতর ঘেরাও, অম্বানি-আদানিদের পণ্য বয়কটের ডাক দিলেন কৃষকরা
পিপলস ম্যাগাজিন ডেস্ক: অবশেষ এক পা পিছু হঠেছিল কেন্দ্রীয় সরকার। এতদিন কৃষিবিলের কোনো পরিবর্তন না করার এবং কৃষকদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলে চলেছিল তারা। বৈঠকও বারবার হচ্ছিল। বুঝবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হল, কৃষিবিল নিয়ে সরকার সব রকম ব্য়াখ্যা দিতে প্রস্তুত। পাশাপাশি এক পা পিছু হঠে জানানো হল, বিলে কিছু সংশোধন করতেও তারা রাজি। কিন্তু লাভ হল না।
সবকটি কৃষক সংগঠন বৈঠক করে সর্বসম্মত ভাবে জানিয়ে দিল, তিনটি কৃষিবিল প্রত্যাহারের দাবিতে তারা অনড়। পাশাপাশি জানিয়ে দেওয়া হল আগামী আন্দোলনের কর্মসূচি:
১. ১২ ডিসেম্বর দেশের সমস্ত টোল প্লাজাকে টোল ফ্রি করে দেওয়া হবে।
২. ১২ ডিসেম্বর দিল্লি-জয়পুর জাতীয় সড়ক অবরোধ করা হবে।
৩. ১৪ ডিসেম্বর উত্তর ভারতের সকল কৃষকের কাছে ‘দিল্লি চলো’র আহ্বান রাখা হয়েছে।
৪. দিল্লির পাশ্ববর্তী রাজ্যগুলি বাদে দেশের অন্যান্য রাজ্যের কৃষকদের স্থানীয় ভাবে বিক্ষোভ দেখানোর ডাক দেওয়া হয়েছে।
৫. সমস্ত জিও পণ্য, অম্বানি-আদানিদের মল, পেট্রোল পাম্প বয়কটের ডাক দেওয়া হয়েছে।
৬. দেশজুড়ে বিজেপি নেতা, তাদের জেলা ও রাজ্য পার্টির দফতরগুলিকে ঘেরাওয়ের আহ্বান জানানো হয়েছে।
৭. কৃষক আন্দোলনের নতুন শ্লোগান হয়েছে- ‘সরকার কি আসলি মজবুরি- আদানি, অম্বানি, জমাখোরি’(মজুতদারি)।