Home খবর বক্সাইট খনির প্রতিবাদ ও ৬ বন্দির মুক্তির দাবিতে ছত্তীসগঢ়ে ধরনায় ৬০০০ আদিবাসী
0

বক্সাইট খনির প্রতিবাদ ও ৬ বন্দির মুক্তির দাবিতে ছত্তীসগঢ়ে ধরনায় ৬০০০ আদিবাসী

বক্সাইট খনির প্রতিবাদ ও ৬ বন্দির মুক্তির দাবিতে ছত্তীসগঢ়ে ধরনায় ৬০০০ আদিবাসী
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: নারায়ণপুর জেলার ধৌদাইতে বস্তারে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করছেন সাত জেলার আদিবাসী সম্প্রদায়ের ৬০০০ মানুষ । অস্ত্র হাতে পুরুষ এবং মহিলারা নারায়ণপুরের রাস্তা অবরোধ করে। প্রতিবাদের সুত্রপাত ১২ নভেম্বর ছয় জন গ্রামবাসীকে নকশাল অভিযোগে গ্রেফতারের পর থেকে। জমায়েতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সাম্প্রতিক নেকোকে লিজ দেওয়া নারায়ণপুরে আমাদি বক্সাইট খনি বিরোধী বিক্ষোভ।

ধৌদাই থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবুঝমাড় এলাকার ছোটো ডঙ্গার থেকে এই বিক্ষোভ শুরু হয়। ধোদাইয়ের জঙ্গলের সমস্ত গ্রামবাসী ধরনায় যোগ দিয়েছেন। বিক্ষোভকারীদের মধ্যে রয়েছে বয়স্ক, মহিলা এবং শিশুরাও। এলাকার সকল তহসিলদার আলোচনার চেষ্টা করলেও বিক্ষোভকারীদের দাবি যে সরকারের প্রতিনিধি তাদের সাথে কথা বলতে না আসা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

আদিবাসী জনগণ গ্রেফতার হওয়া ছয়জনের মুক্তি এবং খনির ইজারা বাতিল করার দাবিতে অনড়। তারা দাবি মানা না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। আদিবাসী সমাজ সংগঠনের বক্তা বিসাল নাগের বক্তব্য “আমাদের দাবি পূরণ না হলে আমরা পিছু হটব না। ১৭ ডিসেম্বর অবধি চালানোর মত পর্যাপ্ত পরিমাণে রেশন আমরা সঙ্গে এনেছি”।

খনিটি জঙ্গলের ভিতরে আদিবাসী বসতি ঘেরা এলাকায়, কাজ খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা। বিক্ষোভকারীদের আশঙ্কা যে এই অঞ্চলে খনির কার্যক্রম স্থানীয় বাস্তুতন্ত্রের মারাত্মক ক্ষতি করবে। বিসাল নাগ বলেন, “খনিটি আমাদের জল, বন ও জমির ব্যাপক ক্ষতি করবে, আমরা পৃথিবীকে আমাদের দেবতা হিসাবে বিবেচনা করি। বেসরকারি সংস্থার এ জাতীয় হস্তক্ষেপ আমাদের অঞ্চলকে বিপন্ন করবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ধরনা চালিয়ে যাবো, রাস্তা অবরোধ অব্যাহত রাখব।”

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *