মোদি সরকারের ফ্যাসিবাদী কার্যকলাপের বিরুদ্ধে ব্রাজিলের বিপ্লবীদের বিবৃতি, ভিডিও
পিপলস ম্যাগাজিন ডেস্ক: মোদি সরকারের বিভিন্ন ফ্যাসিবাদী কার্যকলাপের বিরুদ্ধে সম্প্রতি তৈরি হয়েছে আন্তর্জাতিক মঞ্চ ‘ডায়াসপোরা এগেইনস্ট ফ্যাসিজম ইন ইন্ডিয়া’। গত ২৫ অক্টোবর সেই মঞ্চের পক্ষ থেকে মোদি সরকারের বিরুদ্ধে দুনিয়া জুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। তারই অঙ্গ হিসেবে ‘ব্রাজিলিয়ান সেন্টার ফর সলিডারিটি উইথ দ্য পিপল’-এর সভানেত্রী একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে কাশ্মীরের বিশেষ অধিকার কেড়ে নেওয়া, মুসলিম ও দলিতদের ওপর অত্যাচার, রাজনৈতিক কর্মীদের আগাম গ্রেফতারি, প্রতিবাদীদের ওপর রাষ্ট্রীয় নিপীড়নের বিরোধিতা করা হয়েছে।
Post Views:
424
tags:
BJP brazil Brazilian Center for Solidarity with the People Diaspora Against Fascism in India Fascism Narendra Modi