লকডাউনে চাই পূর্ণ বেতন, বেকারভাতা, স্বাস্থ্যের সুরক্ষা- জঙ্গি শ্রমিক বিক্ষোভ ইতালিতে
পিপলস ম্যাগাজিন ডেস্ক: শাসক শ্রেণির করোনা-সংকট মোকাবিলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত ২৫ অক্টোবর জঙ্গি শ্রমিক বিক্ষোভ হয় ইতালির নেপলসে। বিক্ষোভের ডাক দিয়েছিল একটি শ্রমিক সংগঠন। তবে শ্রমিকরা ছাড়াও পথে নামে বেকার যুব সমাজ ও পড়ুয়ারা।শহরের বিভিন্ন গুরুত্ব প্রশাসকনিক ভবনের দরজায় লাল রং করা ডিম ছোঁড়া হয়। ব্যানার টাঙানো হয়, তাতে লেখা ‘প্রতিদিন কর্মরত অবস্থায় চার জনের মৃত্যু, এটা হিংসা’।
প্রতিবাদীরা নীতিগত ভাবে লকডাউনের বিরোধী ছিলেন না। তাদের দাবি ছিল, শ্রমিক ও বেকারদের পুরো মজুরি দিতে হবে। লকডাউন চলাকালীন নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে, পাশাপাশি মজুরির নিশ্চয়তা দিতে হবে।
বিক্ষোভকারীরা শাসকশ্রেণির রাজনৈতিক ভন্ডামির তীব্র সমালোচনা করেন। শাসকরা জনগণের নৈশযাপনকে অপরাধের তকমা দিলেও, প্রতিদিন জীবিকার সংকটে যে পরিমাণ জনগণের মৃত্যু হচ্ছে এবং সংক্রমণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিটি কলকারখানায় যে বিপুল সংখ্যক শ্রমিক করোনা আক্রান্ত হচ্ছেন, সে বিষয়ে নীরব। শ্রমিকদের দাবি, মজুরির নিরাপত্তা দিতে হবে, কাজের সময় কমাতে হবে এবং সংকটের আর্থিক দায় পুঁজিপতিদের বহন করতে হবে।
Good news