Home খবর ‘অক্টোবর বিপ্লব’-এর বছর পূর্তিতে ফের জঙ্গি বিক্ষোভ শুরু ইরাকে, হত ৭
0

‘অক্টোবর বিপ্লব’-এর বছর পূর্তিতে ফের জঙ্গি বিক্ষোভ শুরু ইরাকে, হত ৭

‘অক্টোবর বিপ্লব’-এর বছর পূর্তিতে ফের জঙ্গি বিক্ষোভ শুরু ইরাকে, হত ৭
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: ২০১৯ সালের বিক্ষোভের প্রথম বার্ষিকী উপলক্ষে ২৫ অক্টোবর থেকে ফের  দেশজুড়ে বিক্ষোভ ইরাকি জনগণের। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত শাসক শ্রেণিকে উৎখাত করার দাবিতে আগের বছর শুরু হওয়া জঙ্গি আন্দোলনের ইরাকি জনগণ নাম দিয়েছে ‘অক্টোবর বিপ্লব’, করোনা মহামারfর কারণে কিছুমাস বন্ধ থেকেছে তা। তবে জনগণ যে সেই আগুন জিইয়ে রেখেছে তার বহিঃপ্রকাশ এই  পুনঃসংগঠিত বিক্ষোভ।

বেশ কয়েক মাস ধরে অক্টোবর অভ্যূত্থানের ব্যর্থতা নিয়ে আলোচনা করতে বিভিন্ন শহরে আন্দোলনকারী নেতাকর্মীরা মিলিত হচ্ছিলেন। সম্মিলিত সিদ্ধান্ত হয় যে ব্যর্থতার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ সাংগঠনিক দুর্বলতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের অভাব। দীর্ঘদিন ধরেই বিক্ষোভ দমাতে আন্দোলনকারীদের অপহরণ এবং হত্যার অভিযোগ উঠে এসেছে। আগের বছর দেশব্যাপী বিক্ষোভে প্রায় ৬০০ বিক্ষোভকারী মারা যায় এবং ৩০,০০০ আহত হয়।

ইরাকের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ গত বছরের বিক্ষোভে নিহত শহিদদের ছবি হাতে মিছিল করে। বাগদাদে বিক্ষোভকারীরা পুলিশের কাঁদানে গ্যাসের পালটা পাথর ছোঁড়ে। সরকারি অফিস, সংসদ এবং মার্কিন দূতাবাস থাকা সংরক্ষিত এলাকার দিকে মিছিল করে যাওয়া বিক্ষোভকারীদের আটকাতে জল কামান ব্যবহার করে ইরাকি পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ করে মলোটভ ককটেল ছোঁড়ে এবং টায়ারে আগুন ধরিয়ে দেয়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলিও চালিয়েছে পুলিশ। এখনো অবধি  ১৫০ জন আহত এবং ৭ জন নিহত হয়েছে এই বিক্ষোভে। আন্দোলনকারীদের দাবী, “আমরা সংসদ ভেঙে দিতে চাই এবং চাই একটি স্বচ্ছ নির্বাচনী আইন। এছাড়াও রাজনৈতিক দলগুলিকে সংগঠিত হওয়ার এবং রাষ্ট্রের অস্ত্র প্রবাহ নিয়ন্ত্রণকারী নয়া আইন।”

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *