পিপলস ম্যাগাজিন ডেস্ক: হাথরসের গণধর্ষিতা ও মৃতা মনীষা বাল্মীকির পরিবারকে জেলাশাসক সুর নরম করার জন্য হুমকি দেওয়ার ভিডিও প্রকাশ্যে আসার পর বিবৃতি পালটানোর জন্য পরিবারের ওপর চাপ বাড়াতে শুরু করল জেলা প্রশাসন।
ঘটনায় প্রধান অভিযুক্ত উচ্চবর্ণ ঠাকুররা। যারা উত্তরপ্রদেশের সমাজ ও রাজনীতিতে ব্যাপক ক্ষমতাশালী।
জেলাশাসক প্রবীণ লস্কর মনীষার বাড়ি গিয়েছিলেন। গোপনে তোলা সেই ভিডিও বৃহস্পতিবার টুইট করেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। ভিডিওয় দেখা যায় লস্কর মনীষার বাবাকে সুর নরম করার পরামর্শ দিচ্ছেন।
“অর্ধেক মিডিয়া আজ চলে গিয়েছে। বাকি অর্ধেক কাল চলে যাবে। কেবল আমরাই আপনার সঙ্গে থাকবো। আপনি আপনার বিবৃতি পালটাবেন কিনা, সেটা আপনার ব্যাপার”। লস্করকে বলতে শোনা যায়।
सुनिए हाथरस के DM ने लड़की के पिता से क्या कहा: मीडिया आज यहॉं है, कल नहीं रहेगी. सब चले जायेंगे।
आप सरकार की बात मान लो, शर्मनाक।
ये धमकी नहीं तो क्या है ?#डरपोक_योगी pic.twitter.com/R8j1kmDhVy
— Randeep Singh Surjewala (@rssurjewala) October 1, 2020
লস্কর এর আগে অন্যান্য জেলাশাসকদের সঙ্গে হাথরসেও আজান নিষিদ্ধ করেছিলেন। যা পরে এলাহাবাদ হাইকোর্ট বাতিল করে।
মৃতার পরিবার ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে। পুরো গ্রামকে পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। পরিবারের সকলের মোবাইল ফোন নিয়ে নিয়েছে প্রশাসন।
ভিডিও প্রকাশ্যে আসার পর লস্কর হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন দোষীদের শাস্তি হবেই। তিনি মৃতার পরিবারের ভয় কাটাতে তাদের বাড়ি গিয়েছিলেন।
মৃতার বাবা জানিয়েছেন, তাদের থানায় যেতে বাধ্য করা হয়েছে। এবং ‘পুলিশি তদন্তে খুশি’ লেখা কাগজে সই করানো হয়েছে। পরিবারের অন্য তিন সদস্যকে দিয়েও ওই কাগজে সই করানো হয়েছে। কিন্তু তারা এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ওপর টানা পুলিশি নজরদারি চলছে।