Home খবর রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে সরব কলকাতা থেকে আসানসোল

রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে সরব কলকাতা থেকে আসানসোল

রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে সরব কলকাতা থেকে আসানসোল
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: সিডিআরও –র আহ্বানে ও আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে আসানসোল রবীন্দ্রভবনের সামনে মঙ্গলবার এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভার সূচনা করেন ডাঃ স্বাতী ঘোষ। বক্তব্য রাখেন সংখ্যালঘু ও দলিত মঞ্চের স্বপন দাস,এআইসিসিটিইউর প্রদীপ ব্যানার্জি,ইফটুর কানাই বার্নওয়াল,শিল্পাঞ্চল সাংস্কৃতিক মঞ্চের রবিউল ইসলাম,আসানসোল পিপলস ফোরামের সৌমেন্দু গাঙ্গুলি, ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের উমেশ দুসাদ। বক্তারা সমাজকর্মী ও ছাত্র নেতা উমর খালিদের গ্রেফতারি,বিজ্ঞানী পার্থসারথি রায়কে এনআাইএ-র শমন পাঠানো ও দিল্লি দাঙ্গায় রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবিদের অভিযুক্ত করার বিরুদ্ধে  এবং ভীমা কোঁরেগাও মামলায় ভারভারা  রাও সহ সকলের মুক্তির দাবিতে সরব হন।

অন্যদিকে কলকাতার বৌবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে সিডিআরও-র ডাকে এপিডিআর, সিআরপিপি, বন্দিমুক্তি কমিটি, রিলিজ দ্য পোয়েট, ভিম আর্মি সহ ২১টি সংগঠনের যৌথ সভা আয়োজিত হয়। সভায় দিল্লিতে সংগঠিত মুসলিম নিধনে যুক্ত বিজেপি-আরএসএস নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরদের শাস্তির দাবিতে ও কবি ভারভারা রাও, সুধা ভরদ্বাজ, শারজিল ইমাম, উমর খালিদ, আনন্দ টেলটুম্বে, সোমা সেন, গৌতম নাভলাখা সহ ভিমা-কোরেগাঁও ও দিল্লি গণহত্যার সাজানো মিথ্যা মামলায় গ্রেফতারের বিরুদ্ধে বক্তব্য পেশ করেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *