Home খবর শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরতে গিয়ে ৯৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে: রেলমন্ত্রী

শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরতে গিয়ে ৯৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে: রেলমন্ত্রী

শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরতে গিয়ে ৯৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে: রেলমন্ত্রী
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: শ্রমমন্ত্রীর কাচে জানতে চাওয়া হয়েছিল। তিনি বলতে পারেননি। দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। তারপর শুক্রবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন লিখিত প্রশ্ন করেন রেলমন্ত্রীকে। ‘শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরতে গিয়ে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্য হয়েছে লকডাউনে?’

উত্তরে রেলমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন ট্রেনে ফেরার পথে নানা রোগে ৯৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৮৭ জনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিভিন্ন রাজ্যের পুলিশের থেকে এ পর্যন্ত ৫১ জনের ময়নাতদন্তের রিপোর্ট কেন্দ্র পেয়েছে।

গত ২৫ মার্চ হঠাৎ করে লকডাউন ঘোষণার পর গভীর সংকটে পড়েন গোটা দেশে ছড়িয়ে থাকা পরিযায়ী শ্রমিকরা। বিভিন্ন রাজ্যে বিদ্রোহ শুরু করেন তারা। পায়ে হেঁটে ঘরে ফিরতে বহু শ্রমিকের পথেই মৃত্যু হয়। পরিস্থিতির চাপে ১মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৪৬২১টি শ্রমিক স্পেশাল ট্রেন চালায় কেন্দ্র। তাতে মোট ৬৩ লক্ষ ১৯ হাজার শ্রমিক ফিরেছেন বলে জানান রেলমন্ত্রী। এর আগে মোট মৃত্যু সংখ্যা না বলতে পারলেও ১ কোটিরও বেশি শ্রমিক লকডাউনে ঘরে ফেলেন বলে জানিয়েছিলেন শ্রমমন্ত্রী।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *