Home খবর বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলনে রেল কর্মচারীরা, সচেতনতা বাড়ানোর কর্মসূচি

বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলনে রেল কর্মচারীরা, সচেতনতা বাড়ানোর কর্মসূচি

বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলনে রেল কর্মচারীরা, সচেতনতা বাড়ানোর কর্মসূচি
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: ভারতীয় রেলের বেসরকারিকরণের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন সাদার্ন রেলওয়ে মজদুর ইউনিয়ন ও অল ইন্ডিয়া রেলওয়েমেনস ফেডারেশনের রেল কর্মচারীরা।মঙ্গলবার এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় তামিলনাডুর কোয়েম্বাটোরের লোকো শেডের সামনে।

রেলের বেসরকারিকরণ তাদের জীবনে কতখানি ক্ষতিকর প্রভাব ফেলবে, সে ব্যাপারে টুইটারের মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ইউনিয়নগুলি। তাছাড়া আগামী ১৯ সেপ্টেম্বর, শনিবার রাত ৮টা থেকে ৮টা ১০ পর্যন্ত বাড়ির আলো নিভিয়ে রেল কর্মচারীদের দাবির প্রতি সংহতি জানানোর জন্য আবেদন জানানো হয়েছে।

শূন্য পদ বিলোপ, মহার্ঘ ভাতা বাতিল, ১০৯টি রুটের ১৫০টি টেরেনের বেসরকারিকরণ সহ বিবেক দেবরায় কমিটির যে কোনো সুপারিশ কার্যকর করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইউনিয়নগুলি।

এসআরএমইউ-র সালেমের ডিভিশনাল সচিব এম গোবিন্দন বলেন, ১৫০টি ট্রেন দিয়ে শুরু, প্রতি বছর ট্রেনের সংখ্যা বাড়ানো হবে, ধাপে ধাপে ২২,০০০ ট্রেনকেই বেসরকারিকরণ করা হবে। প্রতিটি ট্রেনেই সুবিধা ট্রেনের মতো ডায়নামিক প্রাইসিং শুরু হবে(চাহিদা অনুযায়ী ভাড়া বাড়ানো-কমানো হবে), টিকিটে সমস্তরকম ছাড়া তুলে দেওয়া হবে। এরপর স্টেশনে ঢোকার জন্যও জনগণের কাছে পয়সা নেওয়া হবে। গোবিন্দনের মতে, পদ বিলোপের ফলে রেলের নিরাপত্তা বিঘ্নিত হবে। এক জন ব্যক্তিকে ২-৩টি কাজ করতে হলে রেলের নিরাপত্তার সঙ্গে আপস করতে হবেই।

শনিবার পর্যন্ত একটানা তারা সচেতনতা বাড়ানোর কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন গোবিন্দন।

ছবি: টাইমস অফ ইন্ডিয়া 

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *