গৌরি লঙ্কেশের হত্যার তৃতীয় বার্ষিকীতে ‘প্রতিরোধ দিবস’ পালনের ডাক ৫০০টি সংগঠনের
পিপলস ম্যাগাজিন ডেস্ক: ‘হাম অগর উঠে নেহি তো’(যদি আমরা উঠে না দাঁড়াই)। ৫ সেপ্টেম্বর সাংবাদিক গৌরি লঙ্কেশের হত্যার তৃতীয় বার্ষিকী। ওই দিনটিতে দেশজুড়ে ‘প্রতিরোধ দিবস’ পালনের ডাক দিল ৫০০টি নারী, ভিন্ন যৌনতা ও মানবাধিকার সংগঠন। তাঁদের ঘোষিত লক্ষ্য ‘ভারতের সংবিধান ও তার মূল্যবোধকে রক্ষা করা’।
অনলাইন ও অফলাইন- দু’ভাবেই এই প্রচার উদ্যোগ চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলি।
প্রচার উদ্যোগের মাহারাষ্ট্র শাখার সাত জন প্রতিনিধি বুধবার একটি অনলাইন সাংবাদিক বৈঠক করেন। তারা জানান, শনিবার, ৫ সেপ্টেম্বর তারা #ifwedonotrise দিয়ে টুইটারে ঝড় তুলতে চান। যারা এই প্রচারে অংশ নিতে চান, তাদের পোস্টার, গান, অ্যানিমেশন ও মিম ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ২ থেকে ৫ মিনিটের ভিডিও পোস্ট করারও আবেদন আনানো হয়েছে।
বেশ কয়েকজন পরিচিত সমাজকর্মী ওই দিন অনলাইনে বক্তব্য রাখবেন। সাক্ষাৎকার নেওয়া হবে লেখ, শিল্পী, বুদ্ধিজীবীদের। নিহত যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকরের মেয়ে মুক্তা দাভোলকরের সঙ্গে কথোপকথনেরও কর্মসূচি রয়েছে উদ্যোক্তাদের।