লক্ষ্য ৫০০০ কোটি, রাষ্ট্রায়ত্ত যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা হ্যালের ১৫% শেয়ার বিক্রি করছে কেন্দ্র
পিপলস ম্যাগাজিন ডেস্ক: দেশের সব ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’র কথা বারবার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী কয়েক বছরের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে প্রায় ১০০ সরঞ্জাম আমদানি বন্ধ করার নীতিও গ্রহণ করেছে বিজেপি সরকার। কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির বদলে, বেসরকারি সংস্থাকে মুনাফা করার সুযোগ করে দেওয়াতেই যে তাদের আগ্রহ, তার প্রমাণ মিলল।
যুদ্ধবিমান তৈরির রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান এরোনটিকস লিমিটেডের ১৫ শতাংশ শেয়ার বিক্রি করতে তাদের কোনো সমস্যা নেই। ওই শেয়ার বিক্রি করে ৫০০০ কোটি টাকা তুলে আর্থিক ঘাটতি মেটাবার সিদ্ধান্ত নিল মোদি সরকার। তার মধ্যে ১০ শতাংশ শেয়ার বাজারি বিক্রি করা হবে, ৫ শতাংশ বিক্রি করা হবে সংস্থার মধ্যে। বুধবার এই তথ্য স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত করা হয়েছে।
কেন্দ্র এর আগে বলেছে, তারা হ্যালকে দিয়ে লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট তৈরি করাতে চায়। সেই মতো কাজও চলছে। তার নাম তেজাস। সেটা বাদে হ্যাল রাশিয়ার সুখোইয়ের ফর্মুলায় সু-৩০এমকেআই যুদ্ধবিমান তৈরি করে থাকে। এছাড়া তারা নৌবাহিনীর জন্য মাঝারি ক্ষমতার হেলিকপ্টার এবং স্বয়ংক্রিয় আকাশযান তৈরিরও পরিকল্পনা করছে।
ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে দুনিয়ায় তৃতীয় সর্বাধিক পরিমাণ অর্থ খরচ করে। কিন্তু দেশের সেনা, বিমান ও নৌ বাহিনীর বেশিরভাগ অস্ত্রই সেকেলে হয়ে গেছে। দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্ত সামলাতে ৪২ স্কোয়াড্রন যুদ্ধবিমান প্রয়োজন। অথচ রয়েছে ৩১ স্কোয়াড্রন। ২০২২-এর মধ্যে আরও ২ স্কোয়াড্রন রাফায়েল যুদ্ধবিমান ভারতে আসবে।