Home খবর উত্তর ইউরোপে বাড়ছে শ্রেণি সংগ্রাম ও বিপ্লবী উদ্যোগ, রিপোর্ট, ছবি, ভিডিও
0

উত্তর ইউরোপে বাড়ছে শ্রেণি সংগ্রাম ও বিপ্লবী উদ্যোগ, রিপোর্ট, ছবি, ভিডিও

উত্তর ইউরোপে বাড়ছে শ্রেণি সংগ্রাম ও বিপ্লবী উদ্যোগ, রিপোর্ট, ছবি, ভিডিও
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও আইসল্যান্ড। উত্তর ইউরোপ ও উত্তর আটলান্টিক মহাসাগর অঞ্চলের এই পাঁচটি দেশ ও কয়েকটি দ্বীপকে সাধারণ ভাবে নরডিক অঞ্চল বলা হয়ে থাকে। এই অত্যন্ত উন্নত পুঁজিবাদী দেশগুলিতে বরাবরই বিপ্লবী কমিউনিস্ট রাজনীতির কার্যকলাপ রয়েছে। সম্প্রতি কোভিড-পরিস্থিতিতে সেই কার্যকলাপ বেড়েছে। এর আগে ইউরোপ সংক্রান্ত জুলাই মাসের রিপোর্টে তার কিছু সংবাদ আমরা দিয়েছি। বর্তমান প্রতিবেদনে থাকল আরও কিছু সাম্প্রতিক শ্রেণি সংগ্রামের খবর।

নরওয়ে  

সম্প্রতি এ দেশে ফ্যাসিবাদী, ইসলাম বিরোধী সংগঠন সিয়ানের সদস্যরা নানা গোলমাল করছে। গত ৬ আগস্ট আরেন্দালে ফ্যাসিস্ট বিরোধী বিক্ষোভ দেখাতে জড়ো হন প্রায় ২০০ মানুষ। প্রকাশিত একটি ভিডিওয় দেখা যাচ্ছে ফ্যাসিস্টদের রক্ষাকর্তা হয়েছে পুলিশ। তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জনগণ। সেদিনের ঘটনায় তিন জন গ্রেফতার হয়েছে। একজনকে পুলিশ মেরে অজ্ঞান করে দিয়েছে।

৭ আগস্ট ক্রিস্টিয়ানস্যান্ডে সিয়ান লিফলেট বিলি করছিল, সেখানে ১৫০ জন ফ্যাসিবিরোধী জনতা পৌঁছে যায়। তারা লিফলেট কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। শ্লোগান দেয় এবং ফ্যাসিস্টদের ডিম ছোঁড়ে। প্রতিবাদী বিক্ষোভের শাস্তি হিসেবে ৩ জনের শহরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

ফ্যাসিস্টদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পাশাপাশি চিলির মাপুচে আদিবাসীদের ওপর চলা অত্যাচারের বিরুদ্ধে মিছিল করে ফ্যাসিবিরোধী সংগঠন স্ট্রাগল কমিটি। বিপ্লবী নিউজ পোর্টাল ‘সার্ভ দ্য পিপলে’র বক্তব্য, ২০২০ সালটা নরওয়েতে ফ্যাসিস্টদের পক্ষে মোটেই ভালো যাচ্ছে না। বিপরীতে প্রতিটি লড়াতে জয়ী হচ্ছে জনগণ। তারা বীরত্বের সঙ্গে ফ্যাসিস্ট ও পুলিশের সঙ্গে লড়ছে।

ফিনল্যান্ড
ফিনল্যান্ডের মাওবাদী কমিটি জার্মানির মিউনিখে কমিউনিস্টদের বিচারের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। ওই বন্দিদের বিরুদ্ধে অভিযোগ, তারা তুরস্কের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী-লেনিনবাদী)-র সদস্য। ওই সংগঠন তুরস্কে জনযুদ্ধ চালাচ্ছে। পাশাপাশি ফিনল্যান্ডের মাওবাদীরা আমেরিকার তিন কমিউনিস্ট বিপ্লবীকে পুলিশি হেনস্থার বিরুদ্ধে দেশের বিভিন্ন শহরে দেওয়াল লিখন করে।

সুইডেন
সুইডেনের এসকিলসতুনায় একাধিক পোস্টার মারে কমিউনিস্ট লিগ অফ সুইডেন। পোস্টারের বক্তব্য, ‘সমাজতান্ত্রিক বিপ্লবের জন্য সংগঠিত হোন! বিপ্লবী কমিউনিস্ট পার্টি গড়ে তুলুন!’ এছাড়া অন্য একটি পোস্টারে লেখা ছিল, ‘নারী আন্দোলনে শ্রেণি লাইন যুক্ত করতে হবে’!

ডেনমার্ক
সম্প্রতি মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও ডেনমার্কে গিয়েছিলেন। তার বিরুদ্ধে বিক্ষোভ দেখায় ‘কমন অ্যাকশন কোপেনহেগেন’-এর সদস্যরা। বিক্ষোভে মার্কিন পতাকা পোড়ানো হয়, শ্লোগান ওঠে, “ইয়াংকি গো হোম’। সে দেশের বিপ্লবীদের ব্লগ ‘সোশালিস্ট রেভোলিউশন’-এ গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো দ্বীপপুঞ্জের মতো উত্তরমেরুর উপনিবেশ ও আধা উপনিবেশগুলিকে শোষণ করা নিয়ে মার্কিন ও ড্যানিশ সাম্রাজ্যবাদীদের জোট ও সংঘর্ষ নিয়ে একটি বিশ্লেষণমূলক প্রবন্ধও প্রকাশিত হয়েছে।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *