পিপলস ম্যাগাজিন ডেস্ক: অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ড প্রদেশের আদানি গোষ্ঠীর নির্মীয়মান কয়লা খনির পথ আটকে বিক্ষোভ দেখাল স্থানীয় ওয়ানগান ও জাগালিংগাও গ্রামের আদিবাসীরা। তাদের বক্তব্য, ঐতিহাসিক কাল থেকে তারাই ওই জমির মালিক।
এদিন সকাল থেকে ২০ জন আদিবাসী শিবির করে পথ আটকায়। তাদের সঙ্গে আলোচনা করতে সংস্থা ও সরকারের পক্ষ থেকে প্রতিনিধিরা যান। কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এক দশক ধরে ওই কয়লাখনি প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় আদিবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। এটির নির্মাণ সম্পূর্ণ হলে, তা হবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড়ো কয়লাখনি।
এদিন অবরোধকারীরা বলেন, ওই জমির ওপর মালিকানা নতুন করে প্রতিষ্ঠা করা এবং খনি মাফিয়া আদানি কারমাইকেলকে এলাকা থেকে বিদায় করতে চান তারা। জমির মালিকানার হাতবদলের গোটা প্রক্রিয়ায় স্থানীয় আদিবাসীদের কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। জমির জন্য স্থানীয় বাসিন্দাদের নিয়ে যে ভোটাভুটি হয়েছিল, তাতে জমি দেওয়ার পক্ষে ২৯৪টি ভোট পড়েছিল, বিরুদ্ধে ভোট পড়েছিল মাত্র ১টি। অবরোধকারীদের দাবি, যারা ভোটে অংশ নিয়েছিল, তারা কেউ খনি অঞ্চলের বাসিন্দা নন।
আদানি কারমাইকেল গোষ্ঠী একটি বিবৃতিতে জানিয়েছে, তারা চুক্তি অনুযায়ী স্থানীয় আদিবাসীদের সঙ্গে নিয়ে কাজ করতে প্রস্তুত। আদানি গোষ্ঠী গত বছর জানিয়েছিল, তারা ২০২১ সালে ওই খনি থেকে কয়লা রফতানি শুরু করতে চায়।
তবে ২০১৮ সালে আদানিরা প্রকল্পটি ছোটো করে দেয়। আগে বছরে ১৬৫০ কোটি ডলার খরচ করে ৬ কোটি টন কয়লা তোলার পরিকল্পনা থাকলেও, বর্তমানে সেটা কমে হয়েছে ১ থেকে দেড় কোটি টন। যার জন্য খরচ হবে বছরে ২০০ কোটি ডলার। ২০১৯ সালে প্রকল্পটি সরকারের তরফে চূড়ান্ত সবুজ সংকেত পায়।