Home খবর স্বাধীনতা দিবসে জঙ্গলমহলে মাওবাদী পোস্টার, ঝাড়খণ্ড থেকে আসছে স্কোয়াড, দাবি গোয়েন্দাদের
0

স্বাধীনতা দিবসে জঙ্গলমহলে মাওবাদী পোস্টার, ঝাড়খণ্ড থেকে আসছে স্কোয়াড, দাবি গোয়েন্দাদের

স্বাধীনতা দিবসে জঙ্গলমহলে মাওবাদী পোস্টার, ঝাড়খণ্ড থেকে আসছে স্কোয়াড, দাবি গোয়েন্দাদের
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: গত বছরের  স্বাধীনতা দিবসে পোস্টার পড়েছিল মেদিনীপুর ও গোয়ালতোরে। পুলিশ বলেছিল, সে পোস্টার মাওবাদীদের নয়। আর এবার পোস্টার পড়ল বেলপাহাড়ি থানার ভুলাভেদা বাজার ও দোমোহনি বাসস্ট্যান্ড এলাকায়। বিভিন্ন বাড়িতে, গাছে লাগানো হয়েছে পোস্টার। এবার অবশ্য পুলিশ এগুলো মাওবাদীদের পোস্টার বলেই মনে করছে।

আরও পড়ুন: ঝাড়খণ্ড,ওড়িশা,তেলেঙ্গনার ‘প্রায় নির্মূল’ হয়ে যাওয়া জেলাগুলিতে বাড়ছে মাওবাদী কর্মকাণ্ড, উদ্বিগ্ন প্রশাসন

পোস্টারের ধরন এবং বক্তব্য অবশ্য গত বছরের মতোই। স্বাধীনতা দিবসকে ‘কালা দিবস’ হিসেবে পালন করার ডাক। সাদা কাগজে লাল কালিতে লেখা। নীচে লেখা ‘সিপিআই(মাওবাদী)’। এই অঞ্চলে মাওবাদী পোস্টার পড়ল নয় বছর পর। স্বাভাবিক ভাবেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

গোয়েন্দাদের বক্তব্য, কিছুদিন ধরে ঝাড়খণ্ড লাগোয়া বেলপাহাড়ির গ্রামগুলোতে ঢুকতে শুরু করেছে মাওবাদীদের স্কোয়াড। তারা স্থানীয় মানুষদের ডেকে সম্প্রতি বৈঠকও করেন। তাতে স্বাধীনতা দিবসের মধ্যরাতে কালো পতাকা তোলার আবেদন জানানো হয়।

তবে মাওবাদীদের স্কোয়াড ঝাড়খণ্ড লাগোয়া প্রত্যন্ত পাহাড়ি গ্রামগুলোয় এলেও পোস্টার কিন্তু পড়েছে বেলপাহাড়ি থানার কাছে। এই বিষয়টি চিন্তায় রাখছে পুলিশকে। যদিও তাদের বক্তব্য, লালগড় আন্দোলনের আগে থেকেই বেলপাহাড়ির ওই অঞ্চলগুলিতে বেশ কিছু সমর্থক ছিল মাওবাদীদের।

সংবাদসূত্র ও ছবি: আনন্দবাজার ডট ইন ও জোহারজঙ্গলমহল ডট ইন

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *